২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

স্পটিফাইয়ে টেইলর সুইফটের ইতিহাস

স্পটিফাইয়ে টেইলর সুইফটের ইতিহাস -

ক্যারিয়ারে দারুণ সময় পার করছেন মার্কিন পপতারকা টেইলর সুইফট। তাতে সর্বশেষ সংযোজন নতুন অ্যালবাম ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’। এর মধ্যে অ্যালবামটি স্পটিফাইয়ে ইতিহাস তৈরি করেছে। মিউজিক প্ল্যাটফর্মটিতে দিনে সবচেয়ে বেশি শোনা অ্যালবাম এখন ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’। সে হিসেবে দিনে সবচেয়ে বেশি শোনা সঙ্গীতশিল্পী টেইলর সুইফট।
টেইলর সুইফটের নতুন অ্যালবাম রিলিজ হয় ১৯ এপ্রিল। ৩১টি গান সংবলিত অ্যালবামের অধিকাংশেই রয়েছে রোমান্টিক অভিব্যক্তি। রয়েছে ভালোবাসার অভিজ্ঞতা, হারানোর বেদনা ও বিক্ষত হৃদয়। এ থিমের বাইরে সঙ্গীতের সংখ্যা নেহায়েত হাতেগোনা। অ্যালবামের প্রথম ১৬টি গান উন্মুক্ত করা হয় যুক্তরাজ্যের স্থানীয় সময় ভোর ৫টার দিকে। ঠিক কয়েক ঘণ্টা পরই আসে বাকি ১৫টি ট্র্যাক। সুইফট বলেন, ‘বিভিন্ন সময়ের পরিক্রমায় গড়ে ওঠা অনেক মতামত ও অভিব্যক্তি উঠে এসেছে অ্যালবামটিতে। কাগজের ওপরে কালির দাগের মধ্য দিয়ে লেখকের অশ্রু পবিত্র হয়ে ওঠে। যখন আমরা বিষাদঘন গল্পটি বলে ফেলি, তখন আমরা তার থেকে মুক্ত হতে পারি। তারপর সবচেয়ে বেশি যেটা থাকে, তা হলো আহত এক কবিতা।’
অ্যালবামের মধ্য থেকে সুইফটের ফোর্টনাইট গানটি স্পটিফাইয়ের ইতিহাসে কোনো একদিনে সব থেকে বেশি শোনা গানে পরিণত হয়েছে। লিরিকে ফুটে উঠেছে দুই সপ্তাহের একটি ভালোবাসার সম্পর্কের কথা, যার মধ্য দিয়ে জীবন চলছে। এ ছাড়া রয়েছে ‘ডাউন ব্যাড’, ‘ফ্রেশ আউট দ্য স্ল্যামার’, ‘ফ্লোরিডা’, ‘আলকেমি’ ও ‘সো লঙ’, ‘লন্ডন’-এর মতো গান। মনে করা হয় সো লঙ, লন্ডন লেখা হয়েছে তার সাবেক প্রেমিক ও ব্রিটিশ অভিনেতা জো আলউইনকে নিয়ে। তাদের মধ্যে সম্পর্ক ছিল ছয় বছরের। সুইফট লন্ডন গিয়েছিলেন, সে স্মৃতিকাতরতাই উঠে এসেছে লিরিকে। আরেকটি গান রয়েছে ‘থ্যাংক ইউ আলমি’ নামে। সম্ভবত এটি তার সাম্প্রতিককালে কিম কারদাশিয়ানের সাথে চলা টানাপড়েনের জেরে লেখা।
গত বছর সুইফট গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে ১১তম অ্যালবামের ঘোষণা দিয়েছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, ভালোবাসা আর কবিতায় সব কিছুই বৈধ। নতুন অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে এরাস ট্যুরের পাশাপাশি টেইলরের মুকুটে নতুন পালক যুক্ত হলো। এরাস ট্যুর এ বছরও অব্যাহত থাকবে, যার আওতায় রয়েছে এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বড় শহরগুলো।


আরো সংবাদ



premium cement