২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সুচিত্রা সেন উৎসবে দেখা হলো তিন বন্ধুর

সুচিত্রা সেন উৎসবে দেখা হলো তিন বন্ধুর -

সাংবাদিক হাসানুজ্জামান সাকীর উদ্যোগে এবং নেপথ্যে থেকে আকাশ ও শাহনেওয়াজের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শেষ হলো দু’দিন ব্যাপী (২০-২১ এপ্রিল) মহানায়িকা ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। উৎসবে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন বাংলাদেশের ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌস আহমেদ ও দুই বাংলার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত (উৎসবের শুভেচ্ছাদূত)। একই উৎসবে অতিথি হিসেবে নিমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা প্রিয়দর্শিনী মৌসুমী। সর্বশেষ তিন বন্ধু ফেরদৌস, মৌসুমী ও ঋতুপর্ণার একসাথে দেখা হয়েছিল জীবন্ত কিংবদন্তি নায়ক, প্রযোজক, পরিচালক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’র শুটিং চলাকালীন সময়ে ২০১৭ সালে। এরপর আর একসাথে দেখা হয়ে উঠেনি তাদের তিনজনের। সুচিত্রা সেন উৎসবের শেষ দিনে তাদের তিনজনের দেখা হলো। উৎসবের শেষ দিনে ঋতুপর্ণা ও ফেরদৌসের হাতে ‘গেস্ট অব অনার’ সম্মাননা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে দুই বাংলার ত্রিশেরও অধিক সিনেমা টানা তিনটি হলে সত্যজিৎ রায় হল, জহির রায়হান হল ও তারেক মাসুদ হলে প্রদর্শিত হয়। ফেরদৌস আহমেদ বলেন, ‘সাকী, শাওন, শাহনেওয়াজের উদ্যোগকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। প্রথমবার হিসেবে তারা শতভাগ সফলই বলব আমি। দু’দিনব্যাপী এই উৎসবে অনেক বাংলা ভাষাভাষী দর্শক সিনেমা দেখতে এসেছিলেন। অনেকেই সিনেমা দেখার সুযোগ না পেয়ে বাইরেও অপেক্ষা করেছেন। সবারই আসলে আন্তরিক অংশগ্রহণ ছিল চোখেপড়ার মতো। এটি একটি শুভ লক্ষণ। প্রথমবার উৎসবেই আয়োজকরা যেভাবে সফল হয়েছে তাতে মনে হচ্ছে যে আগামীতে তারা আরো বড় পরিসরে এই উৎসব করতে পারবে। অনুষ্ঠানে বিশেষত আমেরিকাতে বসবাসরত শিল্পীরা এসেছিলেন। তাদের প্রত্যেককেই যথাযথভাবে সম্মান করা হয়েছে। এটি অনেক বড় একটি বিষয় যে, সবার প্রতি সমান মনোযোগ দেয়া হয়েছে।
এই উৎসবের মধ্যদিয়ে বাংলা ভাষার সিনেমার নতুন এক দিগন্তের সূচনা হলো। আমি এই মুহূর্তে অনেক ব্যস্ত। তারপর বাংলা সিনেমার প্রতি অগাধ ভালোবাসা থেকে আমি এই উৎসবে অংশগ্রহণ করেছি। অবশ্যই আরো ভালোলাগার ছিল এটি যে সেখানে গিয়ে আমার প্রিয় মানুষ প্রিয় নায়িকা প্রিয় বন্ধু-সহকর্মী মৌসুমীর সাথে দেখা হলো। অনেক দিন পর তার সাথে দেখা হয়ে কী যে ভালো লেগেছে তা বুঝাতে পারব না।’ প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, ‘উৎসবে যাওয়ার আগে ফেরদৌস বাসায় এসেছিল। আমি নিজের হাতে রান্না করে তাকে খাওয়ালাম। চমৎকার সময় কেটেছে। পরে উৎসবে যোগ দিলাম। সেখানে গিয়ে ঋতুর সাথে দেখা হলো। তো আমাদের তিন বন্ধুর দেখা হওয়াটাও ছিল অনেক আনন্দের। আমরা পুরোটা সময়ই মন দিয়ে উপভোগ করেছি।’ ফেরদৌস জানান, আগামীকাল তিনি দেশে ফিরেবন। উৎসবে ফেরদৌসের ‘মাইক’ ও ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমা প্রদর্শিত হয়।


আরো সংবাদ



premium cement