২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

স্টেজ শোতে ফিরলেন রাইসা

স্টেজ শোতে ফিরলেন রাইসা -

ক্রিকেট খেলার ভীষণ ভক্ত এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী রাইসা জান্নাত খান। গানের বাইরে যতটুকু সময় পান পুরো সময়জুড়ে যেন তার ব্যস্ততা থাকে ক্রিকেট খেলাকে ঘিরে। ক্রিকেট খেলাকেন্দ্রিক আলোচনা দেখতে যেমন তার আনন্দ লাগে, ক্রিকেট খেলাকেন্দ্রিক আলোচনা বা আড্ডায় অংশ নিতেও তার ভীষণ ভালো লাগে। আমার সঙ্গীতাঙ্গন চাইলেই রাইসার মিষ্টি কণ্ঠটিকে যথাযথভাবে কাজে লাগাতে পারে। মাঝে মধ্যে সঙ্গীত পরিচালকরা ইউনিক ভয়েজ খোঁজেন, মিষ্টি সুরেলা ভয়েজ খোঁজেন, রাইসার কণ্ঠটা শতভাগ যেন তাই। তাই বিশেষত সিনেমার গানের জন্য বা আধুনিক গানের জন্য রাইসার কণ্ঠের উপর আস্থা রাখা যায় অনায়াসে। এদিকে স্টেজ শোতেই সাধারণত গান গেয়ে থাকেন রাইসা। রোজার মধ্যে স্টেজ শোতে গান গাওয়ার সুযোগ না থাকলেও গত পয়লা বৈশাখ থেকে আবারো স্টেজ শোতে নিয়মিত হয়ে উঠার চেষ্টা করছেন রাইসা। গত ২১ এপ্রিলও তিনি একটি ঘরোয়া অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। যেখানে তার সহশিল্পী হিসেবে ছিলেন সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রতীক হাসান। রাইসা বলেন, ‘গান করতেই ভালো লাগে আমার, গানের মধ্যে ডুবে থাকতে ভালো লাগে। এরইমধ্যে স্টেজ শোতে আবার নিয়মিত হয়ে উঠার চেষ্টা করছি। স্টেজ শোতে কমার্শিয়াল গান গাইতে হয় আমাকে। কিন্তু ছোটবেলা থেকেই শ্রদ্ধেয় লতা জির গান শুনে অনুপ্রাণিত হয়ে আসছি। আমি সবসময় তার গান গাইতেই বেশি ভালোবাসি। সাথে পুরোনো দিনের গানই আমাকে বেশি টানে। যেহেতু নিজের মৌলিক গান একটি ছাড়া নেইও, যদি থাকত তখন হয়তো গাইতে পারতাম। আর আগের চেয়ে আমার ভয়েজও এখন পরিপূর্ণ। নিজের কণ্ঠের সাথে যায় এমন গান অনায়াসেই গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি আমি।’ উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী লতা মুঙ্গেশকরের গান শুনে অনুপ্রাণিত হয়ে তার গানকেই জীবনের আদর্শ মনে করে নিজেকে ছোটবেলা থেকেই গানের সাথে সম্পৃক্ত রেখেছেন।


আরো সংবাদ



premium cement
আ.লীগ প্রশ্নে 'জিরো টলারেন্স'সহ ৪ সিদ্ধান্ত সব ছাত্র সংগঠনের ঋণের ধোঁকা দিয়ে সারা দেশ থেকে ঢাকায় লোক জমায়েতের চেষ্টা ঘোষণা দিয়ে মোল্লা কলেজে পাল্টা হামলা আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনে নতুন বিধান বাংলাদেশ শ্রম আইন ব্যাপক সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ বড় পরিকল্পনা না থাকলে একদিনে এত ঘটনা ঘটত না : তথ্য উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো মতপার্থক্য নেই পৃথক বিচার বিভাগীয় সচিবালয় স্থাপনে দ্বৈত শাসনের অবসান হবে ফলোঅন স্বস্তির পর বাংলাদেশের ইনিংস ঘোষণা শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের ইসকন নেতা চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীকে বিমানবন্দর থেকে গ্রেফতার

সকল