তিনবারই সর্বাধিক ভোটে নির্বাচিত রত্না
- বিনোদন প্রতিবেদক
- ২২ এপ্রিল ২০২৪, ০০:০৫
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা রত্না। তার অভিনীত বহু সিনেমা দর্শকপ্রিয়তা পেয়েছে। তবে যে সময়টিতে রত্না সিনেমার দুনিয়ায় কাজ করা নিয়ে ব্যস্ত ছিলেন সেই সময়টিতে তিনি পড়াশোনাতেও নিজেকে সমানতালে ব্যস্ত রেখেছিলেন। রাজধানীর খিলগাঁও বালিকা বিদ্যালয় থেকে এসএসসি, কবি নজরুল কলেজ থেকে এইচএসসি, জগন্নাথ বিশ^বিদ্যালয় থেকে সমাজ কল্যাণে অনার্স এবং পরবর্তীতে একই বিষয়ে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন রত্না। এর পরও তিনি দুই বছর জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীনে এলএলবি সম্পন্ন করেন। যখন সিনেমাতে পুরোদমে কাজ করা নিয়ে ব্যস্ত, সেটি ২০০৫-৬ এর কথা হবে। সেই সময় কার্যকরী সদস্য হিসেবে তিনি প্রথম নির্বাচন করেন। তখনই তিনি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন। পরে আরো একবার একই পদে তিনি নির্বাচন করে আবারো সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন রত্না। গত ১৯ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচনে ‘রত্না মিশা-ডিপজল’ প্যানেলে থেকে কার্যকরী সদস্য পদে তৃতীয়বারের মতো নির্বাচন করেন। এবারো তিনিই সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন। রত্না জানান, ফিল্ম ক্লাবের নির্বাচনে তিনি চারবার বিভিন্ন পদে নির্বাচন করে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। যখনই নির্বাচনে দাঁড়ান তখনই সর্বাধিক ভোট পেয়ে যান রত্না এর রহস্য কী? জবাবে রত্না বলেন, ‘আমি একটি কথাই বুঝি বা মানি- সেটি হলো ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। আমি আমার চলচ্চিত্র পরিবারকে ভালোবাসি। তাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করি। চেষ্টা করি নিয়মিত তাদের খোঁজখবর রাখতে। এটি অনেকেই অবগত থাকেন যে, নির্বাচন এলে নানা কিছুর মাধ্যমে ভোট পাওয়ার প্রত্যাশা করেন। কিন্তু আমি বিশ^াস করি, মন থেকে শিল্পীদের ভালোবাসলে, শ্রদ্ধা করলে বুথে প্রবেশ করে একজন ভোটারের মাথায় আর অন্য কিছু খেলা করে না, আমার মনের হয় ভালোবাসাটাই তখন আশীর্বাদ হয়ে আসে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা