ঈদে মুহিন ঝিলিকের ‘ভালোবাসোনা প্রিয়’
- বিনোদন প্রতিবেদক
- ০৯ এপ্রিল ২০২৪, ০০:০৫
কিছুদিন আগেই অর্থাৎ স্বাধীনতা দিবসে প্রকাশিত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী, সুরকার মুহিন খানের কণ্ঠে স্বাধীনতা দিবসের বিশেষ গান ‘স্বাধীনতা’। গানটির কথা লিখেছিলেন শামীমুর রহমান। মুহিন খানের ভীষণ পছন্দের একজন গীতিকার শামীমুর রহমান। যে কারণে তার কাছ থেকে প্রাপ্ত গীতিকবিতা নিয়েই তিনি গান করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। শামীমুর রহমানেরই লেখা নতুন আরো একটি গান ঈদে প্রকাশ করতে যাচ্ছেন মুহিন খান। এবারের গানের শিরোনাম ‘ভালোবাসোনা প্রিয়’। শামীমুর রহমানের লেখা এই গানটির সুর সঙ্গীত করেছেন মুহিন খান নিজেই। এতে মুহিনের সাথে দ্বৈত কণ্ঠে গেয়েছেন সেরাকণ্ঠখ্যাত জনপ্রিয় সঙ্গীতশিল্পী ঝিলিক। গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন ম্যাট্রিক রকি। গানটির ভিডিওতে মুহিনের সাথে মডেল হিসেবে আছেন উম্মে হাবিবা। ঈদেই গানটি ইউটিউবে প্রকাশ পাবে। মুহিন খান বলেন, ‘শামীমুর রহমান ভাইয়ের লেখা গানের প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা ভালোবাসা আছে। তার লেখা সর্বশেষ স্বাধীনতা গানটি আমার সঙ্গীত জীবনের জন্য এক অনন্য সংযোজন। তার প্রতি সবসময়ই শ্রদ্ধা, ভালোবাসা। ভীষণ ভালো মনের এই মানুষটি আমাকে ভালোবাসেন, এটাই আমার কাছে অনেক ভালো লাগার। তো শামীমুর রহমান ভাইয়ের কথায় আবারো একটি গান আসছে ঈদ উপলক্ষে। আমি আর ঝিলিক গেয়েছি। ভালোবাসোনা প্রিয়-শিরোনামের এ গানটি আশা করছি শ্রোতা-দর্শকের খুউব ভালো লাগবে।’ ঝিলিক বলেন,‘ মুহিন ভাই আমার প্রিয় একজন মানুষ, প্রিয় একজন শিল্পী। তার সাথে এর আগেও দু-তিনটি দ্বৈত গান গেয়েছি। মুহিন ভাই ভীষণ আবেগ ও দরদ দিয়ে গান গেয়ে থাকেন। যে কারণে তার সাথে গান গাইতে গেলে খুব ভালো লাগে। শামীমুর রহমান ভাইয়ের কথায় আশা করছি নতুন এই গানটি শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা