২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আনন্দ মেলায় রুনা লায়লা, সাথে চারজন

আনন্দ মেলায় রুনা লায়লা, সাথে চারজন -

বাংলাদেশের গানের গর্ব, উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরকার রুনা লায়লা তার দীর্ঘ দিনের সঙ্গীত জীবনের পথচলায় এবারই প্রথম বাংলাদেশ টেলিভিশনের ঈদ বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ মেলায় গান গাইলেন। পুরনো নয়, একেবারে নতুন একটি মৌলিক গান গেয়েছেন তিনি। বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটনের লেখা ও আশরাফ বাবুর সুর সঙ্গীতে ‘নতুন পৃথিবী’ শিরোনামের একটি গান গেয়েছেন রুনা লায়লা শুধু আনন্দ মেলার জন্যই। আর এতে রুনা লায়লার সাথে সুরে সুরে গানে গানে কণ্ঠ মিলিয়েছেন কণা, সাব্বির, ইমরান ও ঝিলিক। মনিরুল ইসলাম ও ইয়াসির আরাফাতের প্রযোজনায় নির্মিত ‘আনন্দ মেলা’ আগামী ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে প্রচার হবে। আর এতেই রুনা লায়লার গাাওয়া গানটি দর্শক উপভোগ করতে পারবেন। আনন্দ মেলায় গান গাওয়া প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘এর আগে আমাকে আনন্দ মেলায় গান গাওয়ার কথা বিশেষভাবে বলেনি। বললে হয়তো গাওয়া হয়ে যেত। যাই হোক দীর্ঘ দিন পর হলেও আনন্দমেলার জন্য গান গাইতে পেরে ভালো লাগছে। আনজীর লিটন এ গানটিও খুব চমৎকার লিখেছে, সুর সঙ্গীতও আশরাফ বাবু ভালো করেছে। আমার সাথে এই প্রজন্মের শিল্পীরাও বেশ আন্তরিকতা নিয়ে গানটি গেয়েছে। বিটিভি কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ। এমন কী আনন্দ মেলার শুটিংয়ের সময় যে মানুষটি আমার জন্য বার বার চেয়ারটি এনে দিয়েছে তাকেও বিশেষ ধন্যবাদ।’


আরো সংবাদ



premium cement