০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

এই ঈদেও আলোচনার বুবলী

-

শবনম বুবলী, বাংলাদেশের সিনেমার এই মুহূর্তে সবচেয়ে ব্যস্ততম নায়িকা। একের পর এক তিনি সিনেমাতে অভিনয় করে যাচ্ছেন। তার অভিনীত সর্বশেষ আলোচিত সিনেমা ছিল চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমাটি। এতে পুরো সিনেমার মধ্যে তার অভিনয়ই সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে। বলা যায় প্রহেলিকাতে তার দুর্দান্ত অভিনয় দেখে তার দেশ-বিদেশে তার ভক্ত যেমন বেড়েছে ঠিক তেমনি তার কাজও বেড়েছে দ্বিগুণ গতিতে। আগামী ঈদে বুবলী অভিনীত দু’টি সিনেমা মুক্তি পাবে। একটি জসীম উদ্দিন জাকিরের ‘মায়া দ্য লাভ’ এবং অন্যটি মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’। ‘দেয়ালের দেশ’ সিনেমায় বুবলীর বিপরীতে আছেন শরীফুল রাজ। ‘মায়া দ্য লাভ’-এ তার বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন, সাইমন ও রোশান। ‘দেয়ালের দেশ’ সিনেমার ‘বেঁচে যাওয়া ভালোবাসা’ গানে নিজের উপস্থিতি দিয়ে এরই মধ্যে দর্শককে মুগ্ধ করেছেন বুবলী। এ ছাড়া দু’দিন আগে প্রকাশিত ‘মায়া দ্য লাভ’ সিনেমার ‘তুমি ছাড়া চাই না কিছু’ গানেও বুবলীর গ্ল্যামারাসন উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছে। দর্শকের মনে এই দুই সিনেমা নিয়ে এরই মধ্যে ভীষণ প্রত্যাশার সৃষ্টি হয়েছে। বুবলী বলেন, ‘আমি আমার ভক্ত দর্শকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আমার দু’টি সিনেমার দু’টি গানই তারা ভীষণভাবে পছন্দ করেছেন। আমার বিশ্বাস দু’টি সিনেমাও তাদের ভীষণ ভালো লাগবে। দু’টি সিনেমার গল্প দুই রকম। দু’জন পরিচালকই যথেষ্ট শ্রম দিয়ে তাদের মেধা দিয়ে সিনেমা দু’টো নির্মাণ করার চেষ্টা করেছেন। দু’টি সিনেমাতে আমার দুই ধরনের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য আমি কী পরিমাণ শ্রম দিয়েছি তা ভাষায় প্রকাশের নয়। অভিনয়ের প্রতি মনে প্রাণে প্রেম থাকতে হয়। সেই প্রেমটি আমার আছে বলেই আমার কাছে আসার চরিত্রগুলো নিজের মধ্যে লালন করে আমি আমার শতভাগ চেষ্টা দিয়ে অভিনয় করি। আমার বিশ্বাস দুটো সিনেমাই দর্শকের মন ভরিয়ে দেবে। আর আমার জন্য দোয়া-আশীর্বাদ করবেন যেন আগামীতে আমি আরো ভালো ভালো সিনেমা দর্শককে উপহার দিতে পারি।’


আরো সংবাদ



premium cement
অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্রের নির্মাণ কাজ জুনের মধ্যে শেষ করার আহ্বান উপদেষ্টা ফারুকীর রাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোস্তাকুর, সেক্রেটারি মুজাহিদ মুন্সীগঞ্জে সেতু থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তির তথ্য হালনাগাদের নির্দেশ সাফা মাধ্যমিক বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি আল আমিন শান্তিতে ঘুমাতে চাইলে অবৈধ ইসরাইলিদের ফিলিস্তিন ত্যাগ করতে হবে : ইয়েমেন কিশোরগঞ্জে উন্নত পদ্ধতিতে ইট উৎপাদন বিষয়ে মতবিনিময় কুয়কাটায় শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ‘পর্যটন মেলা’ প্লাস্টিকের বোতল স্বাস্থ্য এবং পরিবেশগত সমস্যা সৃষ্টি করছে স্ত্রীসহ সাবেক এমপি শিখরের নামে দুদকের দুই মামলা খালেদা জিয়ার বিদেশ যাত্রা : ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড়

সকল