০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

প্রকাশিত নতুন গানে মুগ্ধতা ছড়ালেন কণা

প্রকাশিত নতুন গানে মুগ্ধতা ছড়ালেন কণা -

আগামী ঈদে মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ সিনেমাটি। এরই মধ্যে এই সিনেমার ‘আসমানে ঘর বাইনছে তারা’ গানটি শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। গানটি লিখেছেন শাহাবুদ্দিন মজমুদার। সুর সঙ্গীত করেছেন আবিদ রনি। গানটিতে কণার মিষ্টি গায়কী শ্রোতা দর্শকের মনে মুগ্ধতা ছড়িয়েছে। গানটিতে কণার সহশিল্পী বেলাল খান। গানটির দৃশ্যায়নে অভিনয় করেছেন জায়েদ খান ও স্নিগ্ধা। ফোক ঘরানার এই গানটি নিয়ে কণার আশা ছিল যে গানটি শ্রোতা দর্শকের ভালো লাগবে। কণা বলেন, ‘সোনার চর সিনেমার আসমানে ঘর বাইনছে তারা- গানটি প্রচলিত ঘরানার গহান থেকে একটু অন্যরকম। যে কারণে গানটি যখন গেয়েছিলাম তখনই মনে হযেছিল যে গানটি প্রকাশ পেলে শ্রোতা দর্শকের ভালো লাগতে পারে। হলোও কিন্তু ঠিক তাই। আমার গানের ক্যারিয়ারে এই গান নতুন এক সংযোজন। কিছু গান থাকে শ্রোতা দর্শকের মনে দীর্ঘদিন বেঁচে থাকে। এই গানটিও ঠিক তাই। ধন্যবাদ সিনেমাটির পরিচালকসহ এই গানের সাথে সংশ্লিষ্ট সবাইকে।’ কণা জানান, আগামী ঈদে বেশ কিছু নাটকেও তার নতুন কিছু গান প্রকাশ পাবে। গানের ভুবনের একমাত্র কণাই এই মুহূর্তে জিঙ্গেল, ভয়েজ ওভার এবং ডাবিংয়েও ভীষণ ব্যস্ত সময় পার করছেন। একসময় বাংলাদেশে জিঙ্গেলের কুইন বলা হতো নন্দিত সঙ্গীতশিল্পী সুমনা হককে। এখন সুমনা হকের সেই স্থানটাতেই অবস্থান করছেন কণা। কণা বলেন, ‘আমার মূল পরিচয় আমি একজন সঙ্গীতশিল্পী। এর পাশাপাশি যেহেতু জিঙ্গেল করতে, ভয়েজ ওভার দিতে, ডাবিং করতে আমার বেশ ভালোই লাগে। ভালো লাগে বলেই গানের অনেকগুলো কাজের ভীষণ চাপ থাকার পরেও জিঙ্গেল দেয়া, ভয়েজ ওভার দেয়া, ডাবিং করা- এসব কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। তবে মাইক্রোফোনের সামনে যখন গানের জন্য ভয়েজ দিতে দাঁড়াই সেই ভালো লাগাটা অন্যরকম। এর সাথে অন্যকিছুর কোনোই তুলনা হয় না।’


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল