২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মুহিনের কণ্ঠে এবার স্বাধীনতার গান

মুহিনের কণ্ঠে এবার স্বাধীনতার গান -

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী মুহিন খানের কণ্ঠে এবার প্রকাশ পেল স্বাধীনতার গান। গত ২৬ মার্চ ছিল স্বাধীনতা দিবস। এ দিবস উপলক্ষে মুহিন দেশের গান হিসেবে ‘লাইট এন্টারটেইনম্যান্ট’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন ‘স্বাধীনতা’ শিরোনামে গানটি। গানটি লিখেছেন সামিউর রহমান। সুর সঙ্গীত করেছেন এবং কণ্ঠ দিয়েছেন মুহিন খান নিজেই। গিটার ও সাউন্ড ডিজাইন করেছেন মো: রাজীব হোসেইন। ভিডিও নির্দেশনা দিয়েছেন ম্যাট্রিক রকি। মুহিন খান বলেন, ‘আমাদের স্বাধীনতা দিবস ২৬ মার্চ। অনেক রক্তক্ষয়ী সংগ্রামের পর আমাদের জীবনে স্বাধীনতা এসেছে। কত কত নারী নিজেদের সম্ভ্রম দিয়েছেন। কত দামাল ছেলে যুদ্ধে গিয়ে আর ফিরে আসেনি। তরুণ প্রজন্ম অনেক কিছুই জানে না। তাদের জানাতে হবে আমাদেরকে বিভিন্ন সভা-সেমিনারে, আমাদের পাঠ্যবইয়ের মাধ্যমে। অর্থাৎ নানাভাবে আমাদের মা-বোনদের ত্যাগের কথা, আমার ভাইদের ত্যাগের কথা জানাতে হবে। তা না হলে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে না। আর দেশের প্রতি দেশপ্রেম না থাকলে দেশের জন্য কাজ করবে না কেউ। আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে স্বাধীনতা গানটি করেছি। গানের কথা যে কারোরই শুনলে ভালো লাগবে। একটি কয়েক মিনিটের গানের মধ্যে স্বাধীনতা সংগ্রামের কথা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি গানটি যারাই শুনবেন তাদেরই ভালো লাগবে। আর তরুণ প্রজন্মের প্রতি অনুরোধ থাকবে- আজকের এই প্রিয় বাংলাদেশ স্বাধীন দেশে পরিণত হতে মুক্তিযুদ্ধে কত যে কষ্ট করতে হয়েছে তা যেন জানার চেষ্টা করে, তা হলে দেশের প্রতি প্রেম জাগ্রত হবে।’ উল্লেখ্য, মুহিন খান ‘পদ্মপুরাণ’ সিনেমায় জামাল হোসেনের লেখা নিজের সুর সঙ্গীতে গান গেয়ে জীবনে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এরই মধ্যে মুহিন খান সালমা জাহানের সাথে বাংলাদেশ বেতারের একটি গানে কণ্ঠ দিয়েছেন। অশংগ্রহণ করেছেন চ্যানেল আই ও এটিএন বাংলার ঈদ আয়োজনে। রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ দিয়ে গানের ভুবনে পেশাগতভাবে মুহিনের যাত্রা শুরু। এই রিয়েলিটি শোর শিল্পীদের মধ্যে একমাত্র মুহিন খানই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। কিছু দিন আগে লিজার সাথে ‘যতনে’ গানটিও শ্রোতা দর্শকের মধ্যে বেশ ভালো লাগায় পরিণত হয়। গানটি লিখেছেন হাবিব সিরাজী বাব্বু, সুর করেছেন সুজন আরিফ।


আরো সংবাদ



premium cement