বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ফেরদৌস আরার আয়োজন
- বিনোদন প্রতিবেদক
- ১৮ মার্চ ২০২৪, ০০:৫৭
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে গতকাল রোববার। এ উপলক্ষে ফেরদৌস আরার সঙ্গীতবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরসপ্তক’ বঙ্গবন্ধুকে উৎসর্গ করে বিশেষ অনুষ্ঠান সঙ্গীত মালার আয়োজন করেছিল। ফেরদৌস আরার সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় রোববার বিকেল ৪টার পর সরাসরি চ্যানেল আইতে সঙ্গীত মালা অনুষ্ঠানটি প্রচার হয়েছে। ফেরদৌস আরা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তার প্রতি গভীর শ্রদ্ধা। তার জন্মদিনই আমাদের জাতীয় শিশু দিবস। তাই দুটো কারণে বিশেষ এই দিবসে আমার সঙ্গীতবিষয়ক প্রতিষ্ঠান সুরসপ্তকের শিল্পীদের নিয়ে বিশেষ পরিবেশনা সঙ্গীত মালার আয়োজন করেছিলাম। যেখানে ঢাকা এবং ঢাকার বাইরে জাতীয়ভাবে পুরস্কৃত শিল্পীরা অংশগ্রহণ করেছেন। সেই সাথে সুরসপ্তকের শিক্ষরাও থাকবেন। বিগত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে সুরসপ্তক শিল্পী সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আসছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা