২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সৃজিতের পরিচালনায় বড় পর্দায় ফিরছেন চঞ্চল

-

দেশের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। ভিন্নধর্মী সব চরিত্র নিয়ে পর্দায় হাজির হয়ে দর্শককে মুগ্ধ করেন তিনি। দেশের সীমানা ছাড়িয়ে ওপার বাংলায়ও জনপ্রিয় এ অভিনেতা। এরই মধ্যে নাম লিখিয়েছেন কলকাতার সিনেমায়। গত বছরের শুরুতে সৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমার শুটিং শেষ করেছেন। সিনেমাটি নির্মাণ হয়েছে ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনকে নিয়ে। এরই মধ্যে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে পদাতিক।
এ সিনেমা নির্মাণের সময় থেকেই দর্শকের আগ্রহ ছিল। তাদের প্রশ্ন, কবে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। নির্মাতা নিজেই এবার এর মুক্তির বিষয়ে জানালেন। ভারতীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে সৃজিত মুখার্জি জানান, বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি। কারণ পরপর কয়েকটি সিনেমা মুক্তি পাবে তার। চলতি মাসে মুক্তি পেতে যাচ্ছে সৃজিত পরিচালিত সিনেমা ‘অতি উত্তম’। আর এপ্রিলে বড় পর্দায় দেখা মিলবে পদাতিক সিনেমার। সৃজিত মুখার্জি বলেন, ‘আমি এখন ব্যস্ত আছি। ঘটনাচক্রে অনেকগুলো সিনেমা জমা হয়ে আছে। যেগুলো এখন মুক্তির অপেক্ষায়। ‘অতি উত্তম’ ২০২২ সালের পূজায় মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটি হয়ে ওঠেনি। তাই এ মার্চে মুক্তি পাচ্ছে। আবার পদাতিকের কাজ গত বছরই শেষ হয়ে গেছে। এরপর থেকে উৎসবে ঘুরছে। সিনেমাটি এপ্রিলে রিলিজ হচ্ছে। এখন পর্যন্ত এমনটিই পরিকল্পনা আছে আমাদের।’

মৃণাল সেনের চরিত্রে চঞ্চল চৌধুরীকে নেয়া প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমে সৃজিত বলেন, ‘দুজনের মুখের মিল আছে। মৃণাল বাবুর মতোই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারালো ও সজাগ। তা ছাড়া মৃণাল বাবুর রাজনৈতিক চেতনা, তার যাপন ও দৃষ্টিভঙ্গির সাথেও চঞ্চলের প্রচুর মিল।’
অন্যদিকে অভিনেতা চঞ্চল চৌধুরী মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদাতিক সিনেমায় তার লুক শেয়ার করেন। ক্যাপশনে তিনি লিখেনÑ ‘তাড়াতাড়িই সৃজিত মুখার্জির পদাতিক আমরা বড় পর্দায় দেখতে পাবো।’
মৃণাল সেনের চরিত্র নিয়ে চঞ্চল বলেন, ‘চরিত্র যেকোনো শিল্পীর জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। দর্শক যেকোনো বায়োপিক হুবহু মিলানোর চেষ্টা করে। কিন্তু ভিন্ন একজন মানুষের সাথে হুবহু মিলে যাওয়া তো সম্ভব নয়। প্রথম দিকে একটু ভয় লাগছিল। কিন্তু সৃজিত খুব সাহায্য করেছে। আমায় অনেক মেটেরিয়াল দিয়েছে দেখার জন্য। তখন আমার আগ্রহটা বেড়ে যায়। বাকিটা দর্শক বলবে।’
পদাতিকে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মনামি ঘোষ। তাকে এ সিনেমায় দেখা যাবে মৃণাল সেনের স্ত্রী গিতা সেনের চরিত্রে। পদাতিকে মৃণাল সেনের যৌবনের অংশটির রূপ দেবেন কোরক সামন্ত। মৃণালপুত্র কুনাল সেনের চরিত্রে অভিনয় করবেন সম্রাট চক্রবর্তী।


আরো সংবাদ



premium cement

সকল