ভাইয়ের মৃত্যু নিয়ে যা বললেন শিবলী মহম্মদ
- ১৬ মার্চ ২০২৪, ০১:৩৯
রবীন্দ্র সঙ্গীতশিল্পী সাদি মহম্মদ যথাযথ সম্মান পাননি। সেই অভিমান থেকেই তিনি মৃত্যুকে বেছে নেন বলে মনে করছেন তার কাছের মানুষরা। সাদি মহম্মদের ছোট ভাই প্রখ্যাত নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ। তিনি নিজেই প্রথমে ঘরের দরজা ভেঙে ভাইয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। যে মুহূর্ত কোনোভাবেই ভুলতে পারছেন না তিনি। সাথে তিনি সাদি মহম্মদের পদক না পাওয়ার বিষয়েও মুখ খুললেন।
শিবলীর কথায়, ‘এত পদক এত মানুষ পায়, কিন্তু আমার ভাইকে কখনোই কেউ ভাবে না। এটা নিয়ে ওর মনে অনেক কষ্ট ছিল। আমরা দুই ভাই প্রায়ই বলতাম মৃত্যুর পর আমাদের পুরস্কার দিতে চাইলে আমরা গ্রহণ করব না।’
এ বছর নৃত্যকলায় একুশে পদক পেয়েছেন শিবলী মোহাম্মদ। শিবলীর মতে, বড় ভাই সাদি মহম্মদের আগে একুশে পদক পাওয়া তার জন্য বিব্রতকর ছিল। তার কথায়, ‘আমি এ বছর একুশে পদক পেয়েছি। কিন্তু সাদি মহম্মদ তো আমার বড়। আমি যখন পদক নিতে যাই সেটি আমার জন্য যে কতটা বিব্রতকর ছিল, বলে বোঝাতে পারব না! আমার কত লজ্জা হয়েছে যেতে!’
তিনি আরো বলেন, ‘আমি এমনো বলেছি, ভাই আমি নেবো না এ পদক। সে আমাকে বলল, কেন তুই নিবি না। তুই তো নাচের জন্য দেশের হয়ে কম করিসনি। আমি তাকে বললাম, তুমিও তো রবীন্দ্রসঙ্গীতের জন্য কম করোনি। উত্তরে আমাকে বলল, তুই পেলেই আমি খুশি। পদক প্রদান অনুষ্ঠানের দাওয়াত কার্ড এলো। ওকে দাওয়াত কার্ড দেয়ার পর বলল, থাকরে তুই যা। তুই নিলে আমি অনেক খুশি হবো। সেখানে লোকে আমাকে দেখে প্রশ্ন করবে, করুণা দেখাবে, জানতে চাইবে, আপনাকে কেন দেয় না। আমি এগুলো নিতে পারব না।’ ‘সত্যি কথা বলতে কী, আমার কাছে এখনো এগুলো কোনো ম্যাটার মনে হয় না। শিল্পীরা কোনো পদক বা প্রাপ্তির জন্য কাজ করে না। মানুষের ভালোবাসাই তাদের সব। কিন্তু আমার ভাই সাদি মহম্মদ যে বড্ড অভিমানী, সেটি তো অস্বীকার করতে পারব না!’ যোগ করেন শিবলী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা