আজ ৪০০ পর্বে ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’
- বিনোদন প্রতিবেদক
- ১১ মার্চ ২০২৪, ০০:০৫
যতই দিন যাচ্ছে ততই আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’ ধারাবাহিক নাটকের দর্শকপ্রিয়তা বেড়েই চলেছে। বহু জনপ্রিয় নাটকের নাট্যকার ও পরিচালক সঞ্জিত সরকার পরিচালিত ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’ ধারাবাহিক নাটকের চার শততম পর্ব প্রচার হবে আজ রাত ১০টায় আরটিভিতে। সপ্তাহের প্রতি শুক্র, শনি, রোব ও সোমবার একই সময়ে একই চ্যানেলে ধারাবাহিকটি প্রচার হয়ে আসছে বিগত বেশ কিছুদিন ধরে। সেই ধারাবাহিকতাতেই আজ ধারাবাহিকটির চার শততম পর্ব প্রচার হবে। যথারীতি এ নাটকের রচয়িতা সঞ্জিত সরকার। ধারাবাহিকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, উর্মিলা, আ খ ম হাসান, সাজু খাদেম, তাহমিনা সুলতানা মৌ, হোসনে আরা পুতুল, আরফান আহমেদ, সালহা খানম নাদিয়া, নাবিলা ইসলামসহ আরো অনেকে। ধারাবাহিক এ নাটকটি এরই মধ্যে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। কিছু কিছু চরিত্রও দারুণ আলোচনায় এসেছে; যে কারণে সেসব চরিত্রে যারা অভিনয় করছেন তারাও এই নাটকে অভিনয়ের জন্য দারুণ সাড়া পাচ্ছেন। পরিচালক সঞ্জিত সরকার বলেন,‘ আমার প্রতিটি নাটকের জন্যই আমি আসলে দর্শকের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়ে থাকি। কখনোই নাটক রচনা বা নির্মাণ করা থেকে আমি অনেক বেশি লাভের প্রত্যাশা করি না। শিল্পীদের সর্বোচ্চ সম্মান দিয়ে আমি শিল্পীদের কাছ থেকে আমার মনের মতো অভিনয়ই আদায় করার চেষ্টা করি। যথারীতি এ নাটকে যারা অভিনয় করছেন প্রত্যেকেই যার যার চরিত্রে এক কথায় অসাধারণ অভিনয় করছেন। যে কারণেই আসলে নাটকটি অনেক ধারাবাহিক নাটকের ভীড়ে জনপ্রিয়তা পেয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা