২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

উপস্থাপকদের খোঁজে উপস্থাপনায় বীথি...

উপস্থাপকদের খোঁজে উপস্থাপনায় বীথি... -

ফারজানা বীথি, এই প্রজন্মের নন্দিত, মার্জিত, সুন্দরী, আধুনিক ও বাংলা-ইংরেজি দুই ভাষাতেই উপস্থাপনায় অনবদ্য একজন জনপ্রিয় উপস্থাপিকা। উপস্থাপনায় বেশ আগেই বীথি আলো ছড়িয়েছেন। আর তাই দেশে উপস্থাপনা-বিষয়ক প্রথম রিয়েলিটি শো ‘আলো ছড়াবে উপস্থাপনায়’ অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব পেয়েছেন তিনি। এতে প্রধান দুই বিচারক হিসেবে আছেন ফেরদৌস বাপ্পী ও ফারহানা নিশো। যদিও বা এই অনুষ্ঠানের উপস্থাপনা তার করার কথা ছিল না। কিন্তু তার মেধা, তার যোগ্যতাই তাকে এই রিয়েলিটি শোর উপস্থাপক হিসেবে কাজ করার সুযোগ এনে দেয়। এরই মধ্যে এই রিয়েলিটি শোর বেশ কয়েকটি পর্ব প্রচারও হয়েছে এনটিভিতে। যাতে বীথির উপস্থাপনা দারুণভাবে প্রশংসিত হচ্ছে। বীথি জানান আগামী ঈদের পর এনটিভিতে গ্র্যান্ড ফিনালে প্রচারের মধ্য দিয়ে জানা যাবে কারা হচ্ছেন সেরা উপস্থাপক। যারা হবেন সেরা উপস্থাপক তারাই ইতিহাসে নাম লেখাবেন। কারণ তারা রিয়েলিটি শোর মধ্যদিয়ে উপস্থাপক হিসেবে মিডিয়ায় নিজেদের অভিষেক ঘটাতে যাচ্ছেন। প্রথমবার এ ধরনের অনুষ্ঠানের উপস্থাপনা প্রসঙ্গে ফারজানা বীথি বলেন, ‘এক দিন হঠাৎ আমাকে এনটিভি থেকে ডাকা হলো। তারপর জানতে পারলাম আমাকে এই রিয়েলিটি শোর উপস্থাপনার দায়িত্ব দেয়া হয়েছে। আমিও কাজটি বেশ চ্যালেঞ্জ হিসেবে নিয়েই শুরু করি। দেশের নানান প্রান্ত থেকে এই রিয়েলিটি শোতে নবাগত উপস্থাপকরা এসেছেন। নানানভাবে তাদের মেধা যাচাই করা হয়েছে। একটি যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই রিয়েলিটি শোটি সম্পন্ন হচ্ছে। এটা সত্যি যে, দেশ কয়েকজন ভালো উপস্থাপক পেতে যাচ্ছে। একটি কথা সত্যি, এ ধরনের অনুষ্ঠানের উপস্থাপনা করতে গিয়ে নিজের সম্পর্কে আরো ভালোভাবে জানার সুযোগ হলো, উপস্থাপক হিসেবে আমিই বা কেমন।’


আরো সংবাদ



premium cement