২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গল্প ও অভিনয়েই মুগ্ধতা ছড়াচ্ছে ‘জোসনার বিয়ে’

গল্প ও অভিনয়েই মুগ্ধতা ছড়াচ্ছে ‘জোসনার বিয়ে’ -

গ্রামীণ জীবনের সাধারণ গল্প এখনো যে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে ক’দিন আগে ইউটিউবে মুক্তিপ্রাপ্ত ‘জোসনার বিয়ে’ নাটকই যেন তার প্রমাণ। আশরাফ ব্যাকুলের রচনা ও পরিচালনায় নির্মিত ‘জোসনার বিয়ে’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় ভার্সেটাইল অভিনেত্রী অলংকার চৌধুরী। অলংকারের ভাষ্যমতে, এটি তার আগের অভিনীত ‘বড় বোন’ নাটকের সিক্যুয়াল। ‘বড় বোন’ নাটকে অভিনয় করে অলংকার বেশ প্রশংসা কুঁড়িয়েছিলেন। সেই ধারাবাহিকতায় জোসনার বিয়েতে অভিনয় করে যেন আরো অনেক বেশি প্রশংসিত হচ্ছেন তিনি। ভালোবাসা দিবসের আগেই এই নাটকের শুটিং হয় টানা চার দিন কক্সবাজারের বিভিন্ন লোকেশনে। পুরো টিম ভীষণ শ্রম দিয়ে নাটকটির পুরো কাজ সম্পন্ন করে। আর ইউটিউবে প্রকাশের পরপরই নাটকটি দর্শকের কাছে বেশ সমাদৃত হয়। নাটকে জোসনার বাবার চরিত্রে অভিনয় করেছেন কিশোরগঞ্জের সন্তান রিফাত চৌধুরী। গল্পে দেখা যায়, জোসনার বিয়ের জন্য বাবা ব্যাকুল হয়ে উঠে। গ্রামের দু’জন দুষ্টু লোক আবার তাকে বিয়েও করতে চায়। কিন্তু শহর থেকে একটি ছেলে তাকে বিয়ে করতে চায় বিধায় নাটকের শেষ প্রান্তে গ্রামের দুষ্টু প্রকৃতির এক দোকানদার তাকে মেরে ফেলে। তার ভাষ্য, জোসনা সে ছাড়া আর কারো হতে পারে না। জোসনা চরিত্রে এক কথায় অনবদ্য অভিনয় করেছেন অলংকার চৌধুরী। অলংকার চৌধুরী বলেন, ‘জোসনার বিয়ে নাটকে জোসনা চরিত্র ফুটিয়ে তোলার জন্য শুধু যে আমিই শ্রম দিয়েছি, কষ্ট করেছি এমনটি নয়। পুরো ইউনিটই আসলে অনেক কষ্ট করেছে।


আরো সংবাদ



premium cement
রাশিয়া রাতে ‘রেকর্ড’ সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে : ইউক্রেন আতঙ্ক নয়, পুলিশ হবে জনগণের ভরসা : জিএমপি কমিশনার হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : উপদেষ্টা রাজশাহীতে সাবেক এমপি রায়হান গ্রেফতার পাবনায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু টেকনাফে বিজিবির অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রামে আইনজীবী কুপিয়ে হত্যা করল চিন্ময়ের সমর্থকরা তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে ইসকন সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের

সকল