২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘রাজকুমার’ শেষে দেশে ফিরলেন শাকিব খান

‘রাজকুমার’ শেষে দেশে ফিরলেন শাকিব খান -

ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান প্রযোজিত ও হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমার শুটিং শেষ করে এরই মধ্যে গত ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে ঢাকায় ফিরেছেন বাংলাদেশের সিনেমার সুপারস্টার শাকিব খান। এই সিনেমায় অন্য এক শাকিব খানকে দেখবেন দর্শক। এমনটিই জানালেন সিনেমার প্রযোজক আরশাদ আদনান ও পরিচালক হিমেল আশরাফ। আরশাদ আদনান বলেন, ‘গত ৪ ফেব্রুয়ারি থেকে টানা বেশ কয়েক দিন শুটিং শেষে এরই মধ্যে শাকিব খান দেশে ফিরেছেন। আমি শেষ মুহূর্তে আমেরিকায় যাই শুটিং দেখতে। আমেরিকাতেও অনেক শ্রম দিয়ে আন্তরিকতা দিয়ে শাকিব খান শুটিং করেছেন। হিমেল আশরাফসহ পুরো টিম অনেক কষ্ট করেছে। ইউনিটের কষ্ট কিন্তু এখনো শেষ হয়নি। যেহেতু আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাবে। তাই এখন সিনেমা মুক্তির প্রস্তুতি চলছে। তাই হিমেলসহ পুরো টিমকেই দেশে ফেরার পরও কষ্ট করতে হচ্ছে। কারণ রাজকুমার অন্য লেভেলের সিনেমা হয়েছে। বাংলাদেশের সিনেমার অতীতের সব ইতিহাস বদলে দেবে ইনশা আল্লাহ। এই সিনেমায় দর্শক অন্য এক শাকিব খানকে দেখবেন। এটি নিশ্চিত। নানাবিধ কারণে রাজকুমার নিয়ে আমাদের আশা, স্বপ্ন অনেক বেশি। রাজকুমারে এমন কিছু আছে যা বাংলাদেশের দর্শক অনেক ক্ষেত্রে ভাবতেও পারেননি। আছে নানান ধরনের চমক। সিনেমা মুক্তি পেলেই দর্শক তা অনুভব করতে পারবেন। আমি শুধু এতটুকু বলব দর্শককে, রাজকুমার মুক্তি পেলে পরিবার নিয়ে হলে হলে গিয়ে সিনেমাটি উপভোগ করুন। প্রিয়তমার চেয়েও অনেক অনেক বেশি ভালো লাগবে রাজকুমার।’ রাজকুমারে এখন পর্যন্ত বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের মধ্য থেকে প্রকাশিত নামগুলো হলো- শাকিব খান, কোর্টনি কফি, তারিক আনাম খান, ডা: এজাজুল ইসলাম, আনোয়ার প্রমুখ। সিনেমার গানেও থাকছে চমক। গানগুলো নিয়েও আশাবাদী রাজকুমার টিম। এ দিকে ভার্সেটাইল মিডিয়া থেকে আগামী মে মাসে শাকিব খান নতুন আরো একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। সব কিছুই চূড়ান্ত।


আরো সংবাদ



premium cement