২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তবুও শাবনূর-পপির অপেক্ষায় দর্শক

তবুও শাবনূর-পপির অপেক্ষায় দর্শক -

তিন বছর ধরেই আড়ালে আছেন চিত্রনায়িকা পপি। এমন খবরই বারবার জানা যাচ্ছে যে, তিনি বিয়ে করে সংসারী হয়েছেন, তিনি সন্তানের মা-ও হয়েছেন। আবার এই খবরের নিশ্চয়তাও দিতে পারছেন না কেউ। এ দিকে এরই মধ্যে পপির বাবা মারা গেলেন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর পপির বাবা ইন্তেকাল করেছেন। তার পরও পপিকে প্রকাশ্যে পাওয়া যায়নি। সর্বশেষ পপি প্রকাশ্যে এসেছিলেন শিল্পী সমিতির নির্বাচনে- একটি ভিডিও পোস্ট করার মধ্য দিয়ে। এর পর পপিকে আর কোথাও কোনোভাবে দেখা যায়নি। এ দিকে বাংলাদেশের আরেক জনপ্রিয় নায়িকা শাবনূর গত বছর ডিসেম্বর জন্মদিনের আগে দেশে এসেছিলেন। ১৭ ডিসেম্বর নিজের জন্মদিন উদযাপন করেন আরেক জনপ্রিয় সঙ্গীতশিল্পী রবি চৌধুরীর সাথে। কারণ ওই দিন তারও জন্মদিন ছিল। এর পর একে একে ঘোষণা আসতে থাকে যে, শাবনূর সিনেমায় ফিরছেন। ঘোষণা আসে দু’টি সিনেমা তিনি অভিনয় করতে যাচ্ছেন। একটি ‘মাতাল হাওয়া’ অন্যটি ‘রঙ্গনা’। এরই মধ্যে ‘রঙ্গনা’ সিনেমার মহরতও হয়ে গেল রাজধানীর ঢাকা ক্লাবে। সেখানে শাবনূর আরো একটি সিনেমায় অভিনয় করার প্রস্তাব পান একই প্রযোজকের। তবে সিনেমার শুটিং ঠিক কবে নাগাদ শুরু হবে তা চূড়ান্ত হয়নি। এরই মধ্যে শাবনূর অস্ট্রেলিয়া চলে গেছেন। কবে নাগাদ শুরু হবে মাতাল হাওয়া কিংবা রঙ্গনার শুটিং তা নিশ্চিত হওয়া যায়নি। তবে শাবনূর জানিয়েছেন, শিগগিরই দেশে ফিরে তিনি আগে রঙ্গনা সিনেমার কাজ শুরু করবেন। এই সিনেমায় শাবনূরের বিপরীতে কে অভিনয় করবেন তাও চূড়ান্ত হয়নি। রঙ্গনা সিনেমায় শাবনূরের লিপে যাবে এমন একটি গান গেয়েছেন দিনাত জাহান মুন্নী। গানটি লিখেছেন কবির বকুল, সুর সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল। এ দিকে পপি অভিনীত সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েও মুক্তি পায়নি।


আরো সংবাদ



premium cement
রাজশাহীতে সাবেক এমপি রায়হান গ্রেফতার পাবনায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু টেকনাফে বিজিবির অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রামে আইনজীবী কুপিয়ে হত্যা করল চিন্ময়ের সমর্থকরা তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে ইসকন সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফলাফল প্রকাশ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি

সকল