‘লাভ লাইন’-এ মুগ্ধতা ছড়াচ্ছেন তারা
- বিনোদন প্রতিবেদক
- ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৫
এরই মধ্যে অনেকেই বলছেন, ২০২৪ সালের ভ্যালেন্টাইন ডের সেরা নাটক হিসেবে বিবেচিত হতে যাচ্ছে প্রবীর রায় চৌধুরী রচিত ও পরিচালিত জোভান, নীহা ও পারসা’ অভিনীত ‘লাভ লাইন’ নাটকটি। ঠিক ভ্যালেন্টাইন ডেতে নাটকটি ইউটিউবে প্রচারে আসেননি। ২২ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘লাভ লাইন’। এরই মধ্যে গত ছয় দিনে নাটকটি ৭৩ লক্ষাধিক ভিউয়ার্স উপভোগ করেছেন। নাটকটির শুরুতে জোভান ও পারসার অভিনয়ে মুগ্ধ হচ্ছিলেন দর্শক। কিন্তু গল্পের কারণে জোভান ও পারসার সম্পর্ক খুব বেশি দূর এগোয়নি। এরই মধ্যে পরিচয় হয় জোভান ও নীহার। একটু সময় নিয়েই দু’জনের মধ্যে ভালোবাসার সম্পর্কটি একটু একটু করে গভীর হতে থাকে। যদিও নীহা ভালোবাসত অন্য আরেক জনকে। কিন্তু শেষমেশ এসে নীহা বুঝতে পারে তার জোভানকেই লাগবে। একটি প্রেমের সুন্দর পরিণতি দিয়ে শেষ হয় ‘লাভ লাইন’। আমাদের চারপাশের চেনা জানা গল্প। কিন্তু গল্প চেনা জানা হলেই শুধু হয় না, সেই গল্পটিকে ক্যামেরায় তুলে আনার জন্য নির্মাতা তার মেধা দিয়ে সুন্দর করে দর্শকের মনের মতো করে তুলে আনতে হয়। প্রবীর রায় চৌধুরী ঠিক তাই করেছেন। লোকেশনে তিনি যেমন ভিন্নতা আনতে পেরেছেন। চেষ্টা করেছেন শিল্পীদের মনের ভেতরের আবেগ অনুভূতিটি প্রকাশ করতে অভিনয়ের মধ্য দিয়ে। জোভান এই সময়ে অভিনয় দুর্দান্ত, ভিন্ন ভিন্ন ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের ভীষণ প্রিয় হয়ে উঠেছেন। তাই দর্শকের প্রতি তিনি তার দায়বদ্ধতার জায়গা থেকেই ভালো ভালো গল্পের প্রতি আরো মনোযোগী হয়ে উঠেছেন। সেই ধারাবাহিকতারই গল্প ‘লাভ লাইন’। ‘পারসা’ নতুন হিসেবে অভিনয়ে বেশ সাবলীল। তার চরিত্রে তিনি শতভাগ পারফেক্ট। আর নাজনীন নীহা এক বছরেও অভিনয়ে যথেষ্ট ম্যাচিউরিটি আনতে পেরেছেন। এক বছর আগের নীহা আর বর্তমানের নীহার মধ্যে বেশ পার্থক্য। এই নাটকে তিনি এক কথায় অনবদ্য অভিনয় করেছেন। তা ছাড়া নীহার মিষ্টি হাসিও দর্শককে মুগ্ধ করে। সব মিলিয়ে ‘লাভ লাইন’ এবারের ভালোবাসা দিবসের অন্যতম সেরা একটি নাটকে পরিণত হতে যাচ্ছে। নীহা বলেন, ‘যদিও ভালোবাসা দিবসের বেশ কয়েক দিন পর নাটকটি প্রচারে এলো, কিন্তু আমার ভক্ত দর্শকরা এই নাটকের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন। নাটকটি প্রচারে আসার সাথে সাথেই বেশ সাড়া পেতে শুরু করি। প্রতিনিয়ত দারুণ সাড়া পাচ্ছি। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তারা আমাদের এই নাটকের প্রতি যে ভালোবাসা দেখাচ্ছেন তাতে মুগ্ধ আমি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা