নটরডেমিয়ান ৯২’র পুনর্মিলনীতে গানে মুগ্ধতা ছড়ালেন শুভাশীষ
- বিনোদন প্রতিবেদক
- ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৫
বাংলাদেশের ঐতিহ্যবাহী কলেজ ঢাকার মতিঝিলে অবস্থিত নটরডেম কলেজের ৯২ ব্যাচের বন্ধুদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জের সুবর্ণগ্রাম রিসোর্টে তাদের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। ১০০ জনেরও বেশি বন্ধু এই মিলনমেলায় একত্র হয়েছিলেন। ঢাকা, ঢাকার বাইরের বিভিন্ন জেলায় কর্মরত বন্ধুরা এতে অংশগ্রহণ করেছিলেন। বন্ধুদের সহধর্মিণী ও সন্তানরাও এই আয়োজনে অংশ নেয়। নানান ধরনের আয়োজনের মধ্য দিয়ে একটি সমৃদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হয়। কেউ মঞ্চে উঠে কখনো আবৃত্তি করেছেন, কেউ বা মঞ্চে উঠে নৃত্য পরিবেশন করেন, আবার কেউ বা গান পরিবেশন করেন। তবে এটা বিশেষ উল্লেখ্য যে, গানই পরিবেশন করেছেন অনেক বন্ধু। এক বন্ধুর সন্তান টুইংকেল পরিবেশন করেন রেনেসাঁ ব্যান্ডের বিখ্যাত গান ‘ও নদীরে যাস কোথায় রে’ গানটি। টুইংকেলের মা এক সময় গান করতেন। কিন্তু এখন আর তিনি গানে নিয়মিত নন। টুইংকেলও যে গান শিখেছেন এমনটি নয়। তিনি শখের বশেই গান করেন। তবে টুইংকেলের কণ্ঠের গান শুনে মনেই হয়নি যে তিনি নিয়মিত গান করেন না। সবাই তার গান শুনে মুগ্ধ বিস্মিত। তবে এই আয়োজনে সবচেয়ে বেশি গানে গানে মুগ্ধতা ছড়িয়েছেন বন্ধু শুভাশীষ। তার কণ্ঠে লাকি আখন্দ, মাকসুদসহ পুরনো দিনের আরো অনেক শিল্পীর গান শুনে মুগ্ধ হয়েছেন। মৌসুমী কারে ভালোবাসো তুমি, এই গানে সবাই গানে গানে মুখরিত হয়ে উঠেন। শুভাশীষের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই গলা ছেড়ে গাইতে থাকেন। গানের ফাঁকে ফাঁকে র্যাফল ড্র অনুষ্ঠিত হয়। একে একে বিজয়ীরা পুরস্কার গ্রহণ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা