২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এবার সত্যিই সিনেমার পর্দায় আসছেন মেহজাবীন

এবার সত্যিই সিনেমার পর্দায় আসছেন মেহজাবীন -

এর আগে বেশ কয়েকবার ঘোষণা দিয়েও বড় পর্দায় আসতে পারেননি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বেশ কয়েকবার সিনেমার কাজ শুরু করেও সিনেমা শেষ করতে পারেননি। প্রতিবারই সিনেমা মাঝপথে থেমেছে প্রযোজকদের কারণে। তবে এবার আর সেরকমটি হচ্ছে না।
১৪ বছর আগে ২১ ফেব্রুয়ারি নাটকে নাম লিখিয়ে ছিলেন মেহজাবীন চৌধুরীর। আর ১৪ বছর পর সেই দিনেই নিজের প্রথম সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। তার প্রথম সিনেমার নাম ‘সাবা’। পরিচালনায় মাকসুদ হোসেন।
এ বিষয়ে মেহজাবীন ফেসবুকে ২১ ফেব্রুয়ারি লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি। ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর আগে এই দিনেই টিভি নাটকে আমার অভিনয় যাত্রা শুরু হয়েছিল। আর এই বিশেষ দিনেই আমার শুভাকাক্সক্ষী, বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই, বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এ বছরই।’
মেহজাবীন আরো লিখেছেন, ‘২৩ সালের শুরুতেই আমরা এই চলচ্চিত্রের কাজ সম্পন্ন করি। ‘সাবা’ অর্থ যেমন সকাল, সকালের মৃদু বাতাস; আশা করছি আমার চলচ্চিত্র জীবনের সকালটিকেও সবাই অকৃত্রিম ভালোবাসায় আচ্ছন্ন করে রাখবেন। গল্প, চরিত্র, পরিচালকের নির্মাণ, গুণী অভিনয়শিল্পী ও নেপথ্যের মেধাবী কলাকুশলীদের সাথে আমার অভিনয়ের সুযোগ- সব মিলিয়ে ‘সাবা’ আমার জীবনে সব সময়ই বিশেষ একটি নাম হয়ে থাকবে।’
সাবার প্রকাশিত পোস্টারে কেবল মেহজাবীনকেই দেখা গেছে। এই সিনেমায় আরো অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার। সিনেমাটি মুক্তির বিষয়ে পরিচালক মাকসুদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, বছর শেষে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।
২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে পা রাখেন মেহজাবীন চৌধুরী। তার প্রথম নাটক ‘তুমি থাকো সিন্ধুপারে’ নির্মাণ করেছেন ইফতেখার আহমেদ ফাহমি। এটি প্রচার হয় ২০১০ সালে।


আরো সংবাদ



premium cement
স্বর্ণের দাম ভরিতে কমল ২৮২৩ টাকা পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে : মির্জা ফখরুল বিদেশে বসে আওয়ামী ফ্যাসিস্টরা এখনো ষড়যন্ত্র করছে : হাসনাত আবদুল্লাহ ‘আমার তাহাজ্জুদগুজার ছেলেকে কিভাবে গলাকেটে হত্যা করল ওরা’ রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে : তারেক রহমান পরে কোনো বিপ্লব হলে সেটা ভয়াবহ হবে : মুয়ীদ চৌধুরী আবার লড়াই করে গণতন্ত্র ফেরত আনব : টুকু মিয়ানমারের জান্তার সাথে সংলাপে প্রস্তুত বিদ্রোহীদের একাংশ চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবি জামায়াতের কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত, পতাকা বৈঠক

সকল