মঞ্চে ‘বাপ্পা মজুমদার অডিসি’
- বিনোদন প্রতিবেদক
- ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:২৩
দেড় বছর পর ঢাকার মঞ্চে বড় পরিসরে এককভাবে সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী, সুরস্রষ্টা বাপ্পা মুজমদার। এবারের শোয়ের নামকরণ করা হয়েছে ‘বাপ্পা মুজমদার অডিসি’।
আয়োজন করেছে ‘কারখানা’। সর্বশেষ ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর এমন আয়োজনে সঙ্গীত পরিবেশন করেছিলেন বাপ্পা মজুমদার। বাপ্পা মজুমদার জানান, গেট ওপেন হবে বিকেল ৪টায়। শুরুতেই সঙ্গীত পরিবেশন করবেন মাশা ইসলাম। তার কয়েকটি গান পরিবেশন করার পর মোট ১১ জন যন্ত্রশিল্পী নিয়ে মঞ্চে উঠবেন বাপ্পা মজুমদার। বেকিং ভোকাল হিসেবে তার সাথে থাকবেন আরো দু’জন। তারা হলেন শাওন গানওয়ালা ও অন্তরা রহমান। বাংলাদেশের বরেণ্য সঙ্গীতব্যক্তিত্ব সুধীন দাসের ছেলে নিলয় দাসের কাছে গিটার শিখেছিলেন তমাল ও বাপ্পা মজুমদার। সেই হিসেবে তারা দু’জন গুরু ভাই। আজকের শোতে গিটার নিয়ে হাজির হচ্ছেন তমাল। আজ টানা তিন ঘণ্টারও বেশি গান শোনাবেন বাপ্পা মজুমদার। আজকের শো প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘আজকের শোটি আমার জন্য অনেক আনন্দের ও উচ্ছ্বাসের। সত্যি বলতে কি, ইচ্ছে ছিল ঠিক এমনই আরেকটি শো করার। এর মধ্যে কারখানা থেকেও প্রস্তাব এলো তারা আমাকে নিয়ে এমন একটি আয়োজন করতে চায়। আলাপ আলোচনা শেষে তারিখ চূড়ান্ত হওয়ার পর বহুবার আমরা রিহার্সেল করেছি একটি ভালো শো শ্রোতা দর্শককে উপহার দেয়ার জন্য।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা