২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাজকুমার ইউনিট নিয়ে ফিরছেন আদনান

-

গেলো ৪ ফেব্রুয়ারি থেকে আমেরিকায় বিভিন্ন লোকেশনে আরশাদ আদনান প্রযোজিত ও বাংলাদেশের সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘রাজকুমার’র সিনেমার আমেরিকার অংশের শুটিং শুরু হয়েছিল। শুরু থেকেই সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ, শাকিব খান, ডা: এজাজুল ইসলাম, আনোয়ারসহ আরো অনেকেই সেখানে শুটিংয়ে অংশ নেন। শুটিংয়ের শুরু থেকেই লোকেশনে থাকতে পারেননি আরশাদ আদনান। এর মধ্যে তিনি হঠাৎ অসুস্থও হয়ে পড়েছিলেন। সুস্থ হয়েই আরশাদ আদনান আমেরিকায় চলে যান ‘রাজকুমার’র আমেরিকার অংশের শুটিংয়ে যোগ দিতে। শুধু তাই নয় সেখানে শুটিং শেষে পুরো ইউনিট নিয়ে আগামী ২৩ ফেব্রুয়ারি আরশাদ আদনানের দেশে থাকার কথা রয়েছে। আমেরিকা থেকে আরশাদ আদনান বলেন, ‘আলহামদুলিল্লাহ, রাজকুমারের আমেরিকার অংশের শুটিং খুব ভালোভাবে সম্পন্ন হচ্ছে। শাকিব খান, হিমেল আশরাফসহ পুরো ইউনিট ভীষণ আন্তরিকতা নিয়ে গল্প অনুযায়ী টু দ্যা পয়েন্টে শুটিং করেছে। আমি ফুটেজ দেখে ভীষণ খুশি। তা ছাড়া আমার সামনেওতো শুটিং হলো, ভাবতেই ভীষণ ভালো লাগছিল- নিজের প্রযোজনায় আমেরিকায় আমার সিনেমার শুটিং হচ্ছে। এই যে সিনেমায় আরো একটা বড় পরিবর্তন আসছে রাজকুমার দিয়ে, এটা কিন্তু শুধু বাংলাদেশের সিনেমার আন্তর্জাতিক ক্ষেত্রে পরিধি আরো ব্যাপ্তি করার লক্ষ্যে এবং দর্শকের কথা ভেবেই করা হচ্ছে। অবশ্যই আমি বাংলাদেশের সিনেমার রাজকুমার শাকিব খানের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কারণ তিনিও এই সিনেমার জন্য অনেক শ্রম দিচ্ছেন। পাশাপাশি পরিচালক হিমেলসহ পুরো টিম। একটি টিমে যখন শতভাগ সততা থাকে তখন আউটপুটও আসে শতভাগ।


আরো সংবাদ



premium cement