২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রকাশ পেল তাদের কণ্ঠে ভাষার গান

-

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আরটিভি মিউজিক’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে একুশে ফেব্রুয়ারির গান অর্থাৎ ভাষার গান ‘শতকণ্ঠে ভাষার গান’। মূলত তিনটি গান নিয়ে এই ভাষার গানটির মিউজিক ভিডিও করা হয়েছে। গান তিনটি হলো লিনু বিল্লাহ, তিমির নন্দী, সজীব দাস, হোমায়রা বশীর, সাব্বির জামান, চম্পা বণিক, শারমিন কেয়া, শিলা দেবীসহ আরো অনেক শিল্পী। শত শিল্পীকে নিয়ে নির্মিত এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শিবলী জিয়া। আর যে তিনটি গানের সমন্বয়ে এই মিউজিক ভিডিও করা হয়েছে সে গান তিনটি হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, সালাম সালাম হাজার সালাম ও আমি বাংলায় গান গাই। সাব্বির জামান বলেন, ‘এমন একটি কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারার মধ্যে পরম ভালো লাগা আছে। কারণ এই গান ভাষা শহীদদের নিয়ে গান। ধন্যবাদ আরটিভিকে এমন একটি অসাধারণ উদ্যোগ নেয়ার জন্য।’ ভার্সেটাইল সঙ্গীতশিল্পী শারমিন কেয়া বলেন, ‘ভাষা শহীদদের জন্যই আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। এত মধুর ভাষা পৃথিবীতে আর কোনো দেশে নেই। ভাষার জন্য প্রাণ দিয়ে গেছে এমন দেশও নেই। তাই ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে উৎসর্গ করেই ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। আশা করছি এই নির্মাণ কাজ সবার ভালো লাগবে।’ প্রজন্মের নন্দিত সঙ্গীতশিল্পী শিলা দেবী বলেন, ‘আরটিভির আয়োজন সব সময়ই চমৎকার হয়। শতকণ্ঠে ভাষার গান ছিল যেন আমাদের সবার জন্য এক মিলনমেলা। যে কারণে কাজটার পাশাপাশি সময়টা আমরা দারুণভাবে উপভোগ করার চেষ্টা করেছি।’


আরো সংবাদ



premium cement