প্রশংসিত ‘সে আমার আপনজন’, এলো ‘পরী’
- বিনোদন প্রতিবেদক
- ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৫
এই প্রজন্মের ভার্সেটাইল অভিনেতা তৌসিফ মাহবুব। রোমান্টিক ঘরানার গল্পে তৌসিফ যেমন দর্শককে মুগ্ধ করেছেন তার অভিনয় দিয়ে। সেই ঘরানা থেকে বেরিয়ে অনেক আগেই নিজেকে ভার্সেটাইল একজন অভিনেতা হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন তিনি। আর মাত্র একটি বছরেই অভিনয় দিয়ে যিনি বাংলাদেশের নাট্যাঙ্গনে এই প্রজন্মের একজন অভিনেত্রী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি হলেন তটিনী। দিন দিন অভিনয়ে যার ম্যাচুউরিটি বেড়েই চলেছে। এর আগে তৌসিফ-তটিনী জুটি ‘শেষ ঘুম’,‘ও আমায় ভালোবাসেনি’, ‘শর্টকাট লাভ স্টোরি’ নাটকে অভিনয় করেছিলেন। সর্বশেষ তারা দু’জন কে এম সোহাগ রানার ‘বিষয়টা ভালোবাসার’ নাটকে অভিনয় করেছিলেন। এক মাস আগে নাটকটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। গেলো ভালোবাসা দিবস উপলক্ষে গত ১৬ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশিত হয়েছে রাশিদুর রহমানের রজনায় ও মীর আরমান হোসান। এরই মধ্যে নাটকটি প্রায় বিশ লক্ষ ভিউয়ার্স উপভোগ করেছেন, মাত্র দু’দিনে। নাটকটিতে তৌসিফ এবং তটিনীর অনবদ্য অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। দর্শকের একটাই কথা, দিন দিন তৌসিফের অভিনয়ের দক্ষতা যেমন বাড়ছে। ঠিক তেমনি তটিনীও অল্প সময়ে দর্শকের খুব প্রিয় হয়ে উঠছেন সবমিলিয়ে। আবার একই জুটির অভিনীত ‘পরী’ শিরোনামের আরেকটি নাটক ১৯ ফেব্রুয়ারি রাতে ইউটিউবে প্রকাশ পেলো। এটি নির্মাণ করেছেনে রাগিব রায়হান পিয়াল। পরী’ নাটকে অভিনয়ের জন্যও প্রশংসিত হচ্ছেন তৌসিফ-তটিনী। দর্শকের কাছে প্রিয় জুটি হয়েও উঠেছেন তারা দু’জন। তৌসিফ মাহবুব বলেন,‘মাশাআল্লাহ তটিনী শুরু থেকেই খুব ভালো করছে। শুরু থেকেই তার প্রতি প্রত্যাশা ছিল অনেক, যা সে পূরণ করে যাবার চেষ্টা করছে। একসাথে বেশ কয়েকজন অভিনয় থেকে নিজেকে একটু সরিয়ে নিয়েছেন। যে কারণে তটিনীসহ আরো যে ক’জন নতুন এসেছেন তাদের ওপর একটু প্রেসার চলছে। দর্শক নানান ধরনের মন্তব্য করেন তুলনা করে। যা ঠিক নয়। অবশ্যই আমরা সিনিয়রদের নখেরও সমান না। তো সেই জায়গা থেকেই তটিনী এখন শিখছে। তাকে সবাই একটু সময় দিন। সামনে তটিনী অনেক অনেক ভালো করবে, কারণ তার চেষ্টার ত্রুটি নাই। সে আমার আপনজন এবং পরী নাটকে তটিনী খুব ভালো অভিনয় করেছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা