২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিশ্বে তুর্কি টিভি সিরিজের চাহিদা বেড়েছে ১৮৪ শতাংশ

বিশ্বে তুর্কি টিভি সিরিজের চাহিদা বেড়েছে ১৮৪ শতাংশ -

যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পর বর্তমানে সবচেয়ে বেশি টেলিভিশন সিরিজ রফতানি করে তুরস্ক। বৈশ্বিক দর্শক চাহিদা পরিমাপক প্রতিষ্ঠান প্যারোট অ্যানালিটিক্সের তথ্য উদ্ধৃত করে যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্টে বলা হয়, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে তুর্কি টিভি সিরিজের চাহিদা ১৮৪ শতাংশ বেড়েছে। কোরিয়ার টিভি সিরিজের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধির হার ৭৩ শতাংশ।
‘ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি’ টিভি সিরিজ বৈশ্বিকভাবে প্রচারের মাধ্যমে তুর্কি টিভি সিরিজ জনপ্রিয়তার তুঙ্গে ওঠে। বাংলাদেশেও এ সিরিজটির বাংলা ডাবিং ‘সুলতান সুলেমান’ নামে ২০১৫ সালের ১৮ নভেম্বর থেকে একটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচার শুরু হয়। দ্য ইকোনমিস্ট বলছে, এখন নতুন আলোচিত সিরিজটি হচ্ছে জনপ্রিয় তুর্কি অভিনেতা চ্যাগাতে উলুসয়ের অভিনীত ‘গাদ্দার’।
তুর্কি টিভি সিরিজ শুধু মধ্যপ্রাচ্যেই নয়; ইউরোপ ও লাতিন আমেরিকাতেও জনপ্রিয়। গত বছর তুরস্কের টিভি সিরিজের বৃহত্তম আমদানিকারক দেশ ছিল স্পেন, সৌদি আরব ও মিসর।
বিদেশে তুর্কি টিভি সিরিজ এত জনপ্রিয় কেন, তাও খতিয়ে দেখেছে ম্যাগাজিনটি। ইকোনমিস্টের মতে, প্রথম কারণটি হলো- এ টিভি সিরিজগুলো দৃশ্যায়ন খুব আকর্ষণীয়। সাধারণত দৃশ্য, অভিজাত পোশাক ও সুদর্শন অভিনেতা-অভিনেত্রীর কারণে টিভি সিরিজগুলো দর্শকদের আকৃষ্ট করে। আরব দর্শকরা তুর্কি টিভি সিরিজ পছন্দ করার একটি কারণ হলো- এখানে মুসলিমদের নায়ক হিসেবে দেখানো হয়; হলিউডের মতো ‘সন্ত্রাসী’ বা ‘ট্যাক্সিচালক’ হিসেবে নয়।
দ্য ইকোনমিস্টের মতে, তুরস্কের টিভি সিরিজ পছন্দ করার আরো একটি কারণ হলো- সেন্সরশিপ। তুর্কি সিরিজগুলোতে মদ্যপানের দৃশ্য ঝাপসা করে দেয়া হয় এবং যৌনতার দৃশ্য বাদ দেয়া হয়। ম্যাগাজিনে বলা হয়, সেন্সরশিপের কারণে তুর্কি পরিচালকরা সৃজনশীল হতে বাধ্য হন। ম্যাগাজিনটিতে তুর্কি টিভি সিরিজ ‘এরকেঞ্চি কুসু’-এর উদাহরণ দিয়ে বলা হয়, এ সিরিজটিতে আকুল চাহনি ও দীর্ঘ স্পর্শ দিয়ে যৌনদৃশ্যকে প্রতিস্থাপিত করা হয়েছে।
দ্য ইকোনমিস্টের প্রতিবেদন অনুসারে, দ্য নিউ ইয়র্ক টাইমসের বেস্টসেলিং উপন্যাস ‘ইয়োরস ট্রুলি’-এর লেখক অ্যাবি জিমেনেজ টিভি সিরিজ ‘সেন জাল কাপিমি’ অবলম্বনে তার গল্পটি তৈরি করেছেন। তিনি বলেছেন, পশ্চিমা টেলিভিশন সিরিজগুলোর রগরগে যৌনতা এবং বাড়াবাড়ি নৃশংসতার দৃশ্য থেকে বিরতি নিতে পেরে অনেক দর্শকই খুশি বলে মনে হচ্ছে!
স্প্যানিশ দর্শকেরা আরো বেশি বেশি তুর্কি টিভি সিরিজ নির্মাণের পক্ষে। ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, লাতিন আমেরিকান টিভি সিরিজগুলো গল্প ও দৃশ্যায়ন ‘সস্তা’। তাই তুর্কি টিভি সিরিজের দুর্দান্ত দৃশ্যগুলো মনোযোগ আকর্ষণ করতে পারে।
যদিও টিভি সিরিজগুলো তুরস্কে সপ্তাহে একবার এক পর্ব করে প্রচারিত হয়, কিন্তু এগুলো যখন বিদেশে বিক্রি করা হয় তখন পর্বে বিভক্ত করে প্রতিদিন সম্প্রচারিত করা হয়। ইকোনমিস্ট বলছে, টেলিভিশন পরিবেশক ইজ্জেত পিন্টো বলেন, কোরিয়ার নাটকগুলোও ভালো কিন্তু এগুলো মাত্র ১৩ ঘণ্টা দীর্ঘ হয়। তুর্কি টিভি সিরিজগুলো প্রায় ২০০ ঘণ্টা পর্যন্ত দীর্ঘ হয়। প্যারোট অ্যানালিটিক্সের মতে, ২০২০ সালের মে মাসে করোনা মহামারীর সময় দিরিলিস এরতুগ্রুল বিশ্বব্যাপী চাহিদায় চতুর্থ শীর্ষ সিরিজ ছিল। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান ‘ইসলামী মূল্যবোধের প্রতিফলনের’ জন্য এই সিরিজের প্রশংসা করেছিলেন এবং লাহোরে এরতুগ্রুলের একটি মূর্তিও স্থাপন করা হয়েছিল। সিরিজের প্রথম পর্বের উর্দু সংস্করণটি ইউটিউবে ১৫ কোটি ৩০ লাখ বার দেখা হয়েছিল।


আরো সংবাদ



premium cement
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আয়েশার দায়িত্ব নিলেন ইউএনও নয়া দিগন্তের মুক্তাগাছা সংবাদদাতা মুর্শেদ আলম লিটন আর নেই রাশিয়া রাতে ‘রেকর্ড’ সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে : ইউক্রেন আতঙ্ক নয়, পুলিশ হবে জনগণের ভরসা : জিএমপি কমিশনার হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : উপদেষ্টা রাজশাহীতে সাবেক এমপি রায়হান গ্রেফতার পাবনায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু টেকনাফে বিজিবির অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রামে আইনজীবী কুপিয়ে হত্যা করল চিন্ময়ের সমর্থকরা তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে ইসকন সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ

সকল