২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যুক্তরাজ্যের কমিউনিটি অ্যাওয়ার্ড পেলেন সঙ্গীতশিল্পী সবুজ

যুক্তরাজ্যের কমিউনিটি অ্যাওয়ার্ড পেলেন সঙ্গীতশিল্পী সবুজ -

আবারো সঙ্গীতে প্রতিভার স্বাক্ষর রাখলেন কণ্ঠশিল্পী সবুজ। যুক্তরাজ্যভিত্তিক স্বনামধন্য বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সঙ্গীতে অবদানের জন্য পুরস্কার পেলেন এই সঙ্গীতশিল্পী। সম্প্রতি পর্তুগালের লিসবনে একটি পাঁচতারা হোটেলে জমকালো আয়োজনে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী তার হাতে এই পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে স্কটল্যান্ডের সংসদ সদস্য ফয়সল চৌধুরীসহ ইউরোপের বিভিন্ন দেশ এবং আমেরিকা থেকে আগত বাংলাদেশী বংশোদ্ভূূত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নব্বই দশকে সঙ্গীতে ক্যারিয়ার করা সবুজ বলেন, তিনি পুরস্কার প্রাপ্তির আশায় গান করেন না। গানকে তিনি ভালোবাসেন এবং এটি তার পেশা। তবে যেকোনো পুরস্কারই দায়িত্ব বাড়িয়ে দেয়। বর্তমানে তিনি কলকাতার একজন বিখ্যাত সুরকারের সুরে কিছু গানের কাজ করছেন। এ ছাড়াও যুক্তরাজ্যের একজন গীতিকার ও সুরকারের কথা ও সুরে গানে কণ্ঠ দিয়েছেন সবুজ। শিগগিরই সেসব গান শ্রোতাদের জন্য প্রকাশ করবেন বলে জানান। এ ছাড়াও লন্ডন, আমেরিকা ও ইউরোপে টিভি এবং স্টেজ পারফরম্যান্সও করে যাচ্ছেন সবুজ।
উল্লেখ্য, ’৯১ সালে সলিড ফিংগারসের ব্যানারে মিষ্টি মেয়ে চোখটি তোলো গানটি তার ক্যারিয়ারে বড় ধরনের ব্রেক দেয়। গানটি ভীষণ জনপ্রিয়তা লাভ করে। এরপর ২০১০ সালে তিনি আরটিভি আয়োজিত ব্ল্যাক হর্স আরটিভি রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
তিনি বাংলা কাগজ, লাল হাভেলি, বিঅনটিভিইউকে ও এর কলাকুশলীসহ সব বাঙালি কমিউনিটির মানুষদেরকে এই আয়োজন ও পুরস্কার দেয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পুরস্কার পর্ব শেষে সবুজ ছাড়াও তোশিবা এবং ওয়াহিদ সঙ্গীত পরিবেশন করেন।


আরো সংবাদ



premium cement
নয়া দিগন্তের মুক্তাগাছা সংবাদদাতা মুর্শেদ আলম লিটন আর নেই রাশিয়া রাতে ‘রেকর্ড’ সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে : ইউক্রেন আতঙ্ক নয়, পুলিশ হবে জনগণের ভরসা : জিএমপি কমিশনার হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : উপদেষ্টা রাজশাহীতে সাবেক এমপি রায়হান গ্রেফতার পাবনায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু টেকনাফে বিজিবির অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রামে আইনজীবী কুপিয়ে হত্যা করল চিন্ময়ের সমর্থকরা তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে ইসকন সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক

সকল