২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভ্যালেন্টাইন নাটক, গানে, বিজ্ঞাপনে অনবদ্য কেয়া

-

এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। কিছু দিন আগে একটি শোতে শুধু তাকে একনজর দেখার জন্য হাজার হাজার দর্শকের উপস্থিতিই প্রমাণ করে, একজন অভিনেত্রী হিসেবে তিনি এ সময়ে কতটা জনপ্রিয়। শুধু তা-ই নয়, তার অভিনীত নাটকগুলোও প্রকাশের পর কোটি কোটি ভিউয়ার্স তা প্রবল আগ্রহ নিয়েই উপভোগ করেন। গেলো ভালোবাসা দিবস ছিল তার অভিনয় জীবনের অন্যতম সময়। কারণ ভালোবাসা দিবস উপলক্ষে এরই মধ্যে তিনটি নতুন নাটক প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি একটি নতুন গানের মিউজিক ভিডিও ও একটি নতুন বিজ্ঞাপনও প্রকাশিত হয়েছে। ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছে রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় নির্মিত ‘ব্লগার মিতু’ এবং মহিদুল মহিম পরিচালিত ‘হৃদয়ের টান’ নাটক দু’টি। এ ছাড়াও গতকাল প্রকাশ পেল ইমরাউল রাফাতের ‘প্রথম প্রেমের মতো’। রজত ঘোষের লেখা, ইমরান মাহমুদুলের সুর সঙ্গীতে হাবিব ওয়াহিদের গাওয়া ‘বোকা মন’ গানটিতে মডেল হিসেবেও কেয়া পায়েল বেশ সাড়া ফেলেছেন। আর পাশাপাশি ভালোবাসা দিবসে প্রকাশিত ‘ব্লগার মিতু’ ও ‘হৃদয়ের টান’ নাটক দু’টিতে অনবদ্য অভিনয় করে বেশ প্রশংসা কুড়াচ্ছেন কেয়া পায়েল। কেয়া পায়েল বলেন, ‘ব্লগার মিতু নাটকটিতে অভিনয় করে অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমি। এ ধরনের গল্পে এর আগে আমার কখনো কাজ করা হয়নি। গল্পটা অন্যরকম ছিল বলেই এবং আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল বলেই নাটকটি প্রচারের শুরু থেকে বেশ ভালো সাড়া পেয়ে আসছি। এ নাটকে আমার বিপরীতে আছেন ইয়াশ রোহান। পাশাপাশি হৃদয়ের টান-নাটকটির জন্যও ভালো সাড়া পাচ্ছি। প্রথম প্রেমের মতো-নাটকটি গতকাল প্রকাশিত হলো মাত্র। আশা করছি এই নাটকটিতে অভিনয়ের জন্যও আমি প্রত্যাশারও বেশি সাড়া পাবো। ধন্যবাদ এই তিনজন নাটকের পরিচালককে, যতœ নিয়ে নাটকগুলো নির্মাণ করার জন্য।


আরো সংবাদ



premium cement
রাশিয়া রাতে ‘রেকর্ড’ সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে : ইউক্রেন আতঙ্ক নয়, পুলিশ হবে জনগণের ভরসা : জিএমপি কমিশনার হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : উপদেষ্টা রাজশাহীতে সাবেক এমপি রায়হান গ্রেফতার পাবনায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু টেকনাফে বিজিবির অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রামে আইনজীবী কুপিয়ে হত্যা করল চিন্ময়ের সমর্থকরা তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে ইসকন সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের

সকল