মেয়ের বিয়ে দিলেন ওস্তাদ ইয়াকুব আলী খান
- বিনোদন প্রতিবেদক
- ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৫
নজরুল পদকপ্রাপ্ত দেশের বরেণ্য নজরুল সঙ্গীতশিল্পী ওস্তাদ ইয়াকুব আলী খান তার একমাত্র মেয়ে নাজিফা খান প্রাপ্তির বিয়ে দিলেন। প্রাপ্তির বরের নাম খন্দকার সানজিদ হোসাইন হিমেল। ডেলটা মেডিক্যাল কলেজ থেকে সদ্য পাস করা একজন ডাক্তার তিনি। এরই মধ্যে হিমেল ও প্রাপ্তির বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষ। গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর-১২-এর একটি অভিজাত রেস্তোরাঁয় প্রাপ্তির গায়ে হলুদ সম্পন্ন হয়। আজ বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে জানালেন প্রাপ্তির বড় ভাই এই প্রজন্মের মেধাবী, শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ইউসুফ আহমেদ খান। ইউসুফ জানান, আজ সন্ধ্যার পর মিরপুরের পিএসসি কনভেনসন হলে তার বোনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। ওস্তাদ ইয়াকুব আলী খান বলেন, ‘কয়েক বছর আগে আমার বড় ছেলে ইউসুফকে বিয়ে দিয়েছি। ছেলে তার ব্যক্তি জীবনে আলহামদুলিল্লাহ ভালো আছে। প্রাপ্তি আমার দ্বিতীয় সন্তান। আমার আরেকটি ছেলে আছে পুণ্য, সে সবার ছোট। এখনো পড়াশোনা করছে। প্রাপ্তি একমাত্র কন্যাসন্তান হিসেবে আমাদের খুব আদরের। দুই ভাইয়ের চোখের মণি প্রাপ্তি। বোন-ভাইদের ছেড়ে চলে যাচ্ছে, এটা একটা কষ্ট তো আছেই। বাবা-মায়ের যে কতটা কষ্ট হয় আসলে এটি ব্যাখ্যা করে বোঝানো সম্ভব নয়। শুধু সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন হিমেল আর প্রাপ্তিকে সুখী করে। তারা যেন আজীবন একসাথে ভালো থাকতে পারে।’ প্রাপ্তি সিএ প্রথম পার্ট শেষ করেছেন। ইউসুফ, প্রাপ্তি, পুণ্যর মা উম্মে জোহরা হকও একসময় গান গাইতেন। কিন্তু সংসার জীবন নিয়ে ব্যস্ততা ও তিন সন্তানকে মানুষের মতো মানুষ করতে গিয়ে গানে তার আর পরবর্তীতে সময় দেয়া হয়ে উঠেনি। তবে এখনো হঠাৎ হঠাৎ গান করেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা