আগুনের সাথে মঞ্চ শেয়ার করে গর্বিত তাহমিনা নিতু
- বিনোদন প্রতিবেদক
- ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৫
তাহমিনা নিতু, এই প্রজন্মের শ্রোতানন্দিত সঙ্গীতশিল্পী। ২০১১ ও ২০১২ সালে তিনি ‘গানে গানে শেখ রাসেল’ প্রতিযোগিতায় চারটি বিভাগে (রবীন্দ্র, আধুনিক, দেশাত্মবোধক, লোকসঙ্গীত) প্রথম হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেছিলেন। নিতুর গ্রামের বাড়ি নরসিংদী। নরসিংদীতে শিল্পকলা একাডেমিতে তিনি টানা তিন বছর উচ্চাঙ্গসঙ্গীতে তালিম নিয়েছিলেন। আবার শিল্পকলা একাডেমি থেকেই চীন গিয়েছিলেন ভয়েজের ওপর ট্রেনিং নিতে। কিছু দিন আগে জনপ্রিয় সঙ্গীতশিল্পী আগুনের সাথে একই মঞ্চে গান গাওয়ার সুযোগ হয়েছিল তার। নিতু বলেন, ‘শ্রদ্ধেয় আগুন ভাই অত্যন্ত গুণী এবং জনপ্রিয় একজন সঙ্গীতশিল্পী। তার বিনয়, তার হাসি আমাকে মুগ্ধ করেছে। কিছু দিন আগে একই মঞ্চে আমার গান গাওয়ার সুযোগ হলো। এখনো শ্রোতা দর্শক তার গানে মুগ্ধ হন। আগুন ভাই আমার গানও শুনেছেন। তিনি আমাকে আশীর্বাদ করেছেন, এটিই আমার অনেক ভালো লাগার। আমি সবার দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।’ আগুন বলেন, ‘নিতু ভালো গায়। চেষ্টা করলে আরো ভালো গাইতে পারবে।’ তাহমিনা নিতুর প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন ও কনকচাঁপা। কিছু দিন আগে রাধারমনের একটি গান করেছেন তিনি, যে গান এর আগে কোনো শিল্পী রেকর্ড করেননি। গানটির শিরোনাম ‘প্রেম খেলা খেলিব দু’জন সাধের বৃন্দাবন’। গানটির মিউজিক করেছেন সুমন রেজা খান। ইউটিউবে গানটি প্রকাশিত আছে। তবে নিতুর প্রবল ইচ্ছে আছে মৌলিক গান করার। নিতুর ভাষ্যমতে, তিনি এখনো গান শিখছেন। মৌলিক গান করার জন্য সব দিক দিয়ে প্রস্তুত নন তিনি। ২০ অক্টোবর জন্ম নেয়া নিতুর বাবা মাহাবুব আলম, মা আমেনা বেগম। তার বড় ভাই নাঈম। দুই বোন সিমলা ও নীলিমা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা