২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইরানের চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হলেন ফারিণ

ইরানের চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হলেন ফারিণ -

অভিনয়ে দেশের দর্শক-সমালোচকদের মন বরাবরই জিতে চলেছেন তাসনিয়া ফারিণ। পেয়েছেন কিছু পুরস্কারও। তবে এবার তার অভিনয়ের স্বীকৃতি মিলল ইরান থেকে। চলচ্চিত্র নিয়ে দেশটির বৃহত্তম আয়োজন ‘ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ পুরস্কার পেয়েছেন ফারিণ।
গতকাল সোমবার প্রথম প্রহরে পুরস্কারের ছবিসহ সোস্যাল হ্যান্ডেলে একটি পোস্ট দিয়ে খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী। তিনি জানান, ‘ফাতিমা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তাকে ‘ইস্টার্ন ভিস্তা’ বিভাগে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার দেয়া হয়েছে। যদিও উপস্থিত না থাকায় নিজ হাতে পুরস্কারটি নিতে পারেননি তিনি।
তবে এমন অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে ফারিণ বলেন, নিজের হাতে পুরস্কার পাওয়ার জন্য আরো এক দিন থাকতে পারলাম না। কিন্তু পরিচালক ধ্রুব হাসান ভাইয়া আমার পক্ষ থেকে পুরস্কারটি নিয়েছেন এর চেয়ে আনন্দঘন মুহূর্ত হয় না। আমার কাজকে ভালোবাসার জন্য জুরিকে ধন্যবাদ। এবং তেহরানে আমি যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি তার জন্য আপনাদের ধন্যবাদ। এটা সত্যিই একটি স্বপ্নের মুহূর্ত ছিল।
পুরস্কার হিসেবে ফারিণকে একটি ক্রিস্টাল পদক ও একটি সনদ দেয়া হয়েছে। তার হয়ে নির্মাতা ধ্রুব হাসানের পুরস্কার গ্রহণের মুহূর্তটিও শেয়ার করেছেন অভিনেত্রী।
চমকপ্রদ ব্যাপার হলো, ইরানের এই উৎসবে পুরস্কারের তালিকায় বাংলাদেশের আরো একটি যোগসূত্র রয়েছে। তা হলো বাংলাদেশ ও গ্রিসের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মাইটি আফরিন : ইন দ্য টাইম অব ফ্লাডস’ ছবির জন্য সিনেমা স্যালভেশন বিভাগে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার পেয়েছেন এর নির্মাতা অ্যাঞ্জেলো রালিস। এর আগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবির জন্য বিশেষ জুরি পুরস্কার পেয়েছিলেন ছবির অভিনেত্রী আফরিন খানম।
গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছিল ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। স্থানীয় সময় রোববার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি শেষ হয়েছে। ৮ ফেব্রুয়ারি বিকেলে ইস্টার্ন ভিস্তা (এশিয়ান-ইসলামিক দেশগুলোর জন্য নির্ধারিত) বিভাগে প্রদর্শিত হয় ফারিণ অভিনীত ‘ফাতিমা’ ছবিটি। মুক্তিযুদ্ধের সময়কার গল্পে নির্মিত এই ছবিতে ফারিণের সাথে আরো আছেন পান্থ কানাই, ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যয়, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী প্রমুখ।


আরো সংবাদ



premium cement