২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘আট প্রহরের নজরুল’-এ মুগ্ধতা ছড়ালেন আপন-নিরুপমা

‘আট প্রহরের নজরুল’-এ মুগ্ধতা ছড়ালেন আপন-নিরুপমা -

আপন আহসান একজন প্রতিথযশা আবৃত্তিশিল্পী, অভিনয়শিল্পী ও নির্মাতা। অন্য দিকে ড. নিরুপমা রহমান একজন প্রখ্যাত নজরুল সঙ্গীত ও শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। নজরুলের গান ও লেখা নিয়ে বিশেষ আয়োজন ‘আট প্রহরের নজরুল’ অনুষ্ঠানের আয়োজন করে থিয়েটার স্কুল। গেল ৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে এই আয়োজন করা হয়। এই আয়োজনে কবিতা আবৃত্তি করেন আপন আহসান এবং সঙ্গীত পরিবেশন করেন ড. নিরুপমা রহমান। নিরুপমা জানান ‘আট প্রহরের নজরুল’ অনুষ্ঠানে তিনি ‘পরাণপ্রিয় কেন এলে’, ‘অরুণকান্তি কে গো’, ‘নিশি ভোর হলো’, ‘মম মধুর মিনতি শোন’, ‘আজও মধুর বাঁশরী’, ‘কে তুমি দূরের সাথী’, ‘ রসঘন শ্যাম কল্যাণ সুন্দর’, ‘মেঘে মেঘে অন্ধ’, ‘চাঁদ হেরিছে চাঁদমুখ’, ‘না মিটিতে সাধ - রাগ ভৈরবী’ গানগুলো পরিবেশন করেন। হলভর্তি দর্শক নিরুপমার কণ্ঠে পিনপতন নীরবতার মধ্যদিয়ে তার কণ্ঠে গানগুলো উপভোগ করেন। অন্যদিকে আপন আহসান কবি নজরুলের ‘আশান্বতিা’,‘ অভিশাপ’, ‘ মনের মানুষ’, ‘স্তব্ধ রাতে’সহ মোট ৯টি কবিতা আবৃত্তি করেন। আপনা আহসানেরও আবৃত্তিও দর্শক বেশ আগ্রহ নিয়েই উপভোগ করেন। দীর্ঘদিন পর দেশের মাটিতে গান গাইতে পেরে ভীষণ উচ্ছ্বসিত ছিলেন নিরুপমা রহমান। তিনি বলেন, ‘সবমিলিয়ে আয়োজনটি খুউব চমৎকার ছিল। শ্রদ্ধেয় কবি কাজী নজরুল ইসলামের এই আট প্রহরের গান পরিবেশন করার জন্য আমি ৬টি মাস গবেষণা করেছি। তারপর গানগুলো নির্বাচন করে শ্রোতা দর্শককে শুনিয়েছি। শ্রোতাদের আনন্দ দেয়ার চেষ্টা করেছি। এমনভাবেও নজরুলের গান করা যায় তা শ্রোতারা প্রথম অনুভব করলেন। আমারও ভালো লাগলো সবার চোখে মুখে মুগ্ধতা দেখে। ধন্যবাদ আয়োজকদের এত সুন্দর পরিশীলিত এই আয়োজনের জন্য।’ সৈয়দ আপন আহসান বলেন, ‘নিরুপমার’ সাথে আমি কোভিডের সময় অনলাইনে একটি অনেক বড় সাক্ষাৎকার করি। সেই সময়ই মূলত পরিকল্পনা করি এমন একটি আয়োজনের।


আরো সংবাদ



premium cement