২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এসেছে অঙ্কনের নতুন দুই গান মেতে উঠেছেন স্টেজ শোতে

এসেছে অঙ্কনের নতুন দুই গান মেতে উঠেছেন স্টেজ শোতে -

এই প্রজন্মের শিল্পীদের মধ্যে ফোক গান দিয়ে নিজের আলাদা একটি অবস্থান করে নিয়েছেন ফোক গানে অনবদ্য সঙ্গীতশিল্পী অঙ্কন ইয়াসমীন। সেরাকণ্ঠখ্যাত এই গায়িকা স্টেজ মৌসুমের এই সময়টিতে বেশ ব্যস্ততায় কাটাচ্ছেন। গতকাল তিনি স্টেজ শোর জন্য কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন। আজ কক্সবাজারের একটি শোতে সঙ্গীত পরিবেশন করবেন অঙ্কন ইয়াসমীন। এরপর সেখানে নিজের মতো করে সময় কাটিয়ে আগামী ১০ ফেব্রুয়ারি তিনি রাজধানীর পূর্বাচলে একটি শোতে সঙ্গীত পরিবেশন করবেন। ভালোবাসা দিবসে এখনো কোনো শো চূড়ান্ত হয়নি তার। তবে অঙ্কন জানান, আগামী ১৬ ফেব্রুয়ারি টঙ্গীতে, ১৭ ফেব্রুয়ারি ও ২৩ ফেব্রুয়ারি গাজীপুরে স্টেজ শোতে পারফর্ম করবেন তিনি। এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে অঙ্কনের কণ্ঠে নতুন করে আরো দু’টি ফোক গান। একটি ‘ওলো সুন্দরী তুই ঘরে আয়’। এই গানটি লিখেছেন ও সুর করেছেন আব্দুল লতিফ সরকার। মূল গানটি গেয়েছিলেন আব্দুল আলিম ও রওশন আরা মাসুদ। নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন প্রত্যয় খান। আরেকটি গান হলো ‘দে দোল দোল’। গানটি লিখেছেন সলিল চৌধুরী, সুর করেছেন হৃদয়নাথ মঙ্গেশকর। মূল শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় ও লতা মুঙ্গেশকর। দু’টি গানেই অঙ্কনের সহশিল্পী কামরুজ্জামান রাব্বি। অঙ্কন ইয়াসমীন বলেন, ‘একজন সত্যিকারের শিল্পী হওয়ার জন্যই ছোটবেলা থেকে বাবা-মায়ের অনুপ্রেরণায় নিজেকে একজন সঙ্গীতশিল্পী হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। গানের ভুবনে আমি এখনো কিছুই না। প্রতিনিয়ত গান শিখছি। যখন যে গান গাইতে গেছি বিশেষ করে রেকর্ড করার জন্য, তখন আবারো নতুন করে শিখি। আমি গাইতে গাইতেই আরো জানতে চাই গান সম্পর্কে। নিজেকে একজন সত্যিকারের সঙ্গীতশিল্পী হিসেবেই গড়ে তুলতে চাই। এই মুহূর্তে স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে। বছরের একটি নির্দিষ্ট সময়েই স্টেজ মৌসুমটা থাকে। সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করছি। বাকিটা সময় আরো ভালো গান করার ইচ্ছে আছে। ধন্যবাদ আরটিভিকে আমাকে দিয়ে কিছু ভালো মৌলিক গান করানোর জন্য। এই গানগুলো শ্রোতা দর্শকের কাছে আমাকে নতুন করে তুলে ধরা হচ্ছে।’


আরো সংবাদ



premium cement