২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রধানমন্ত্রীকে নিয়ে শানুর বই ‘টুঙ্গিপাড়ার সোনার মেয়ে’

প্রধানমন্ত্রীকে নিয়ে শানুর বই ‘টুঙ্গিপাড়ার সোনার মেয়ে’ -

শানারেই দেবী শানু, লাক্স সুপারস্টার। একজন দর্শকপ্রিয় অভিনেত্রী। আর বিগত কয়েক বছরে তিনি হয়ে উঠেছেন একজন পাঠকনন্দিত কবি, কথাসাহিত্যিক। বিগত আট বছর ধরে ফেব্রুয়ারি মাসটি এলেই তিনি হয়ে যান পুরোদস্তুর বইমেলার একজন নিয়মিত মানুষ। প্রতিদিন নির্দিষ্ট সময়ে নিয়ম করে বইমেলায় যাওয়া, পাঠকদের সাথে কথা বলা, বই সম্পর্কে তাদের আগ্রহ জানান, আরো কী ধরনের বই প্রকাশ হওয়াÑ এমন সব বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করার চেষ্টা করেন। পাশাপাশি নিজের বইটি সম্পর্কে পাঠককে কিছুটা হলেও তুলে ধরা, ব্যাখ্যা করা। পাঠকের ভালো লাগলে তা পাঠক ক্রয় করবেন, না ভালো লাগলে এড়িয়ে যাবেন। এ নিয়ে শানুর কোনোরকম মাথাব্যথা নেই। কারণ তিনি মনের আনন্দে সাহিত্য রচনা করেন। মনের আনন্দে লিখেন। তা যদি একজন পাঠকের মনকেও আন্দোলিত করতে পারে লেখক হিসেবে তবেই সার্থক শানু। ২০১৭ সালের বইমেলায় শানুর প্রথম বই , সেটি ছিল কবিতার বই। নাম ‘নীল ফড়িং কাব্য’। এতে ৫৮টি কবিতা ছিল। সেই মেলার ২১তম দিনেই তার প্রথম কবিতার বইয়ের প্রথম মুদ্রণ শেষ হয়ে গিয়েছিল। প্রথম বছরেই শানু আনন্দ আলো সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এ দিকে শানুর জীবনের লেখা প্রথম উপন্যাস ছিল ‘একলা আকাশ’। এটি প্রকাশিত হয় ২০১৯ সালে। মাঝে ২০১৮ সালে তিনটি কবিতাগ্রন্থ প্রকাশিত হয়।


আরো সংবাদ



premium cement