নৃত্যালোকর ৩০ বছরের পথচলা শুরু
- বিনোদন প্রতিবেদক
- ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০২
দেশের ঐতিহ্যবাহী নাচ শেখার প্রতিষ্ঠান নৃত্যালোকের তিন দশক অর্থাৎ ৩০ বছরের যাত্রা শুরু হলো গত ২ ফেব্রুয়ারি রাজধানীর উস্কাটন গার্ডেনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন কবিরুল ইসলাম রতন। সভাপতি হিসেবে আছেন গোলাম আহমেদ টিটো। সার্বিক তত্ত্বাবধানে আছেন দেশবরেণ্য মডেল, নৃত্যশিল্পী, অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও গুণী নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার তান্না খান। ২ ও ৩ ফেব্রুয়ারি থেকে এই সাংস্কৃতিক কেন্দ্রে নতুন ব্যাচের ক্লাস শুরু হয়েছে। শুধু নাচ নয়, গানেও এখানে প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে। নাচে প্রশিক্ষক হিসেবে আছেন কবিরুল ইসলাম রতন, শাওন শান, শম্পা আমিন। গানে প্রশিক্ষক হিসেবে আছেন সুমন কুমার, রাজিয়া সুলতানা নিপা, জিনিয়া সুলতানা। এ ছাড়াও বিভিন্ন সময়ে তারকা নৃত্যশিল্পী ও গায়ক-গায়িকা এখানে প্রশিক্ষণ দিতে আসেনও বলে জানিয়েছেন রতন। কবিরুল ইসলাম রতন বাংলাদেশের একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রথিতযশা নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক। তার পরিচালিত অসংখ্য খণ্ডনৃত্য ও নৃত্যনাট্য দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। নৃত্যালোকের ৩০ বছরের পথচলা উপলক্ষে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়েছিলেন দেশের আরেক বরেণ্য নৃত্যশিল্পী, নৃত্যপরিচালক ইউনেস্কো ও জর্জ হ্যারিসন পুরস্কারপ্রাপ্ত শিবলী মোহাম্মদ। ৩০ বছরের পথচলায় উপস্থিত হয়ে শিবলী মোহাম্মদ বলেন, ‘নৃত্যালোকের জন্য সবসময়ই আমার শুভ কামনা। এই প্রতিষ্ঠানের আরো সাফল্য কামনা করি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা