এই সময়ে তটিনী
- বিনোদন প্রতিবেদক
- ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০৫
অভিনয় জীবনে মাত্র একটি বছরের পথ চলাতেই মিষ্টি হাসি আর অনবদ্য অভিনয় দিয়ে এই দেশের কোটি কোটি দর্শকের হৃদয় জয় করে নিয়েছেন এই প্রজন্মের নবাগত অভিনেত্রী তানজীম সাইয়ারা তটিনী। তটিনীর সঙ্গে বলা যায় একই সময়ে অভিনয়ের দুনিয়ায় পা রাখা কয়েকজন অভিনেত্রীর মধ্যে আলোচনার শীর্ষে চলে এসেছেন তটিনী। নতুন প্রজন্মের কয়েকজন শিল্পীর মধ্যে নীরব একটা যুদ্ধ চলছে অভিনয় দিয়ে কার চেয়ে কে বেশি এগিয়ে থাকতে পারবেন। সেই প্রতিযোগিতায় দর্শক যেন তটিনীকেই এগিয়ে রেখেছেন তার বিভিন্ন নাটকে তার অভিনয়ে মুগ্ধ হয়ে। গেলো বছরের শেষপ্রান্তে জাকারিয়া সৌখিন পরিচালিত ‘পথে হলো দেরী’ নাটকে অপূর্বর বিপরীতে তটিনীর অভিনয়ে মুগ্ধ হয়েছেন এ দেশের কোটি কোটি দর্শক। মাত্র এক মাস আগেই ইউটিউবে প্রকাশিত এই নাটকটি দুই কোটিরও বেশি দর্শক উপভোগ করেছেন। প্রতিদিনই নানান মাধ্যমে তটিনী এই নাটকে অভিনয়ের জন্য সাড়া পাচ্ছেন। এ ছাড়া এরই মধ্যে আরো প্রকাশিত হয়েছে তার অভিনীত দু’টি নাটক। একটি ফরহাদ আহমেদ ইশানের ‘অতীতপুর’ (বিপরীতে ইয়াশ রোহান) এবং অন্যটি রিফাত আদনান পাপনের ‘এক জীবনে’। এই দুটো নাটকের জন্যও বেশ ভালো সাড়া পাচ্ছেন। মূলকথা, তটিনী অভিনীত যে নাটকই এখন প্রকাশ পাচ্ছে সে নাটকের জন্যই সাড়া পাচ্ছেন তিনি। প্রতিনিয়ত তার ভক্ত বাড়ছে দেশ-বিদেশে। সবাই এমনও বলছেন তরুণ প্রজন্মের শিল্পীদের মধ্যে সময়টা এখন তটিনীর। একটি বছরে জীবনের ম্যাজিক্যাল পরিবর্তন, ফেলে আসা দিনের কথা এবং নিজের অভিনয় প্রসঙ্গে তটিনী বলেন, ‘আমি কাজের মধ্যে আছি, এটাই যেন জীবনের অনেক বড় আশীর্বাদ। আলহামদুলিল্লাহ, আমি অল্প সময়ে আমার অবস্থান নিয়ে ভীষণ সন্তুষ্ট। মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা, পরিবারের প্রতি কৃতজ্ঞতা। কৃতজ্ঞ সেই মানুষটির প্রতি যিনি আমাকে মাহমুদুর রহমান হিমি ভাইয়ের ধারাবাহিকে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন, আমার বরিশালের বড় ভাই মাশরুর ইনান কেটো ভাই। কৃতজ্ঞ সাবরিনা আইরিন আপু, আশফাক বিপুল ভাই, নিশো ভাই, ভিকি জাহেদ ভাইয়ের প্রতি। অনেক বড় এবং গুণী নির্মাতা হয়েও মিজানুর রহমান আরিয়ান ভাই ভিড়ের মধ্যে থেকে আমাকে খুঁজে তিনি সুহাসিনী-নাটকে অভিনয় করার সুযোগ করে দিয়েছিলেন বলেই সবাই আমাকে সুহাসিনী বলেই বেশি ডাকেন। আর অভিনয়টা সবচেয়ে বেশি উপভোগ করেছি আমি অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয় করে। তিনি ভীষণ সাপোর্টিভ এবং বলা যায় অভিনয়ে আমার শিক্ষকও তিনি। আমি সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকবো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা