২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

স্ত্রীকে সাথে নিয়ে গানের ভিডিওতে নোলক

-

গানের বিস্ময় বালক হিসেবে নোলক বাবুর যাত্রা শুরু হয়েছিল। মাঝে কয়েক বছর গানে অনিয়মিত থাকলেও কয়েক বছর হলো গানে পুরোপুরি নিয়মিত তিনি। নিয়মিত স্টেজ শো যেমন করছেন ঠিক তেমনি নতুন নতুন গানও প্রকাশ পাচ্ছে তার কণ্ঠের। এরই মধ্যে নোলকের কণ্ঠে একটু ব্যতিক্রম ঘরানার গান প্রকাশ পেলো ইউটিউবে। গানের শিরোনাম ‘খাঁচা ছেড়ে’। গানটি লিখেছেন শ্রাবণী মজুমদার। মিউজিক করেছেন হৃষিকেশ রকি। গানটি প্রকাশের পর নোলক এই গানের জন্য বেশ ভালো সাড়া পাচ্ছেন। নোলক বলেন, ‘এই গানটি একটি বিচ্ছেদী গান। গানটির কথা ও সুর আমাকে ভীষণ আবেগাপ্লুত করে তুলেছিল। গানটি গাইবার সময় আমার খুব কষ্ট হচ্ছিল। তার পরও ভীষণ দরদ দিয়ে গানটি গেয়েছি। গানটি প্রকাশের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। আমি মোটামুটি সব ধরনের গানই করি। তবে এই গানটির কথা ও সুর একটু অন্যরকম। ধন্যবাদ তাদেরকে যারা এই গানের নেপথ্যে থেকে কাজ করেছেন। সত্যি বলতে কি ভালো ভালো গানই করতে চাই। আর নিয়মিত স্টেজ শোতে দেশ-বিদেশে বাংলা গানের যারা ভক্ত তাদের গান শুনিয়ে যেতে চাই। গানকে বুকে লালন করে এগিয়ে যেতে চাই।’ এ দিকে এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমাটি। এই সিনেমার সূচনা সঙ্গীত গেয়েছেন নোলক। গানটি লিখেছেন জাকির হোসেন রাজু ও সুর করেছেন এস আই শহীদ। এরই মধ্যে ‘নোলক বাবু অফিসিয়াল’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নোলক বাবুর গাওয়া ‘তোর বুকেতে দিসরে ঠাঁই’। গানটি লিখেছেন তরুণ সিং, সুর করেছেন রিগান হাসান, মিউজিক করেছেন এস ডি সাগর। আর এই গানের মডেল নোলকের স্ত্রী জান্নাতুল ফেরদৌস মৌ।


আরো সংবাদ



premium cement
পুঁজিবাজারে আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা পূবালী ব্যাংক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি চুয়েটে ‘পাবলিক প্রকিউরমেন্ট এন্ড ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা বিসিকের ৩ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে শিল্প উপদেষ্টা সাউদার্ন ইউনিভার্সিটির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অগ্রণী ব্যাংকে ফাউন্ডেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ সৌদি মুয়াল্লিম ও হজ এজেন্সি মালিকদের সাথে সোশ্যাল ইসলামী ব্যাংকের মতবিনিময় সোনাদিয়ায় ইকো ট্যুরিজম পার্ক নির্মাণে ইজারা চুক্তি স্থগিত সাউথইস্ট ব্যাংক ও বেঙ্গল গ্লাস ওয়ার্কসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ব্র্যাক ইউনিভার্সিটিতে বিজনেস কেস কম্পিটিশন বিজ ভার্স-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত অবৈধ অনুপ্রবেশকারী উচ্ছেদে বিউবোর সাফল্য

সকল