২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলেন যারা

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলেন যারা -

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নেমেছে। ৭৪ দেশের ২৫০টির বেশি চলচ্চিত্র প্রদর্শন শেষে রোববার শেষ দিনে জানা গেল উৎসবের পুরস্কারপ্রাপ্ত সিনেমা, পরিচালক ও শিল্পীদের নাম। এ উৎসবে এশিয়ান ফিল্ম কমপিটিশন বিভাগের সেরা সিনেমা হয়েছে চীনের সিনেমা ‘দ্য কর্ড অব লাইফ’। মান্দারিন ভাষার সিনেমাটির নির্মাতা কুইয়াও সিক্সুই।
শ্রীলঙ্কান সিনেমার ‘হুইসপেরিং মাউন্টেইনস’ জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন জগথ মনুয়ারা। মৃণাল সেনকে নিয়ে ‘চালচিত্র এখন’ সিনেমা বানিয়েছেন অঞ্জন দত্ত। চরিত্রটিতে অনবদ্য অভিনয় করে সেরা অভিনেতাও হয়েছেন অঞ্জন দত্ত। সেরা অভিনেত্রী হয়েছেন বাদেমা, চীনের সিনেমা ‘দ্য কর্ড অব লাইফ’-এ অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন তিনি।
অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত শ্যাম বেনেগালের সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’। স্পেশাল অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে অভিজিৎ শ্রীদাসের ‘বিজয়ের পরে’।
এশিয়ান কম্পিটিশন বিভাগে স্পেশাল জুরি মেনশন সিনেমার পুরস্কার পেয়েছে কাজাখস্তানের ‘হ্যাপিনেস’। সিনেমাটি পরিচালনা করেছেন আসকর ইউবেবায়েব। স্পেশাল জুরি মেনশন অভিনেত্রী হয়েছেন আফরিন খানম। অ্যাঞ্জেলস রেলিস পরিচালিত ‘মাইটি আফরিন-ইন দ্য টাইম অব ফ্লাডস’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। বাংলাদেশ, ফ্রান্স ও গ্রিসের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। বাংলাদেশ প্যানারোমা পূর্ণদৈর্ঘ্য বিভাগে পুরস্কার জিতেছে পার্থ প্রসাদের ‘সাবিত্রী’। বাংলাদেশ প্যানারোমায় ট্যালেন্ট বিভাগে সেরা স্বল্পদৈর্ঘ্য সিনেমা হিসেবে ফিফরোস্কি পুরস্কার জিতেছে বৈশাখী সমাদ্দারের ‘দ্য উইনিং’। এ বিভাগে প্রথম রানারআপ হয়েছে শুভাশীষ সিনহার ‘ইনাফি’, দ্বিতীয় রানারআপ হয়েছে জিয়াউল হক রাজুর ‘অন্তহীন পথে’।
অন্যান্য পুরস্কারের মধ্যে শিশুতোষ সিনেমা বিভাগে বাদল রহমান পুরস্কার পেয়েছে ভারতীয় নির্মাতা বিপুল শর্মার সিনেমা ‘প্রভাস’।
স্পিরিচুয়াল বিভাগে সেরা ফিচার ফিল্ম হয়েছে ‘দেয়ার অ্যান্ড ব্যাক’। রাশিয়ান এই সিনেমার নির্মাতা ওলেগ আসাদুলিন। সেরা তথ্যচিত্র হয়েছে কিউবার ‘কুনানফিনদা : দ্য ল্যান্ড অব ডেথ’। তথ্যচিত্রটির নির্মাতা হ্যানসেল লেবা ফানেগো। এ বিভাগে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পেয়েছে গোলাম রাব্বানীর ‘সুরত’।
ওমেন ফিল্ম মেকার্স বিভাগে সেরা ফিচার ফিল্ম হয়েছে ইরানের সিনেমা ‘জাঙ্কস অ্যান্ড ডলস’। এটির নির্মাতা মানিজেহ হেকমাত। একই বিভাগে সেরা তথ্যচিত্র হয়েছে যুক্তরাষ্ট্রের ন্যান্সি সেভেনডসেনের ‘পাসাং : ইন দ্য শ্যাডো অব এভারেস্ট’।
সেরা নির্মাতা হয়েছেন দক্ষিণ কোরিয়ার গোয়েনং মু-নো। ‘হাউ টু গেট ইওর ম্যান প্রেগন্যান্ট’ সিনেমার জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। এই বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার পেয়েছে বাংলাদেশের ‘মুক্তি’। এটির নির্মাতা চৈতালি সমাদ্দার।


আরো সংবাদ



premium cement
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫ শহীদ পরিবারকে আর্থিক অনুদান সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের জানাজা ও দাফন সম্পন্ন টেকনাফে অপহৃত মৎস্য ব্যবসায়ী উদ্ধার : আটক ৩ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ যমুনার ওপর নবনির্মিত রেল সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু জাবিতে অবৈধভাবে ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শান্তিরক্ষা মিশনে অংশ নিতে নৌবাহিনীর ৭৫ সদস্যের চট্টগ্রাম ত্যাগ স্বৈরাচারের বিরুদ্ধে চিরকাল সোচ্চার ছিলেন মোহন মিয়া : বাংলাদেশ মুসলিম লীগ ড. মোশাররফ ফাউন্ডেশনের পক্ষ থেকে ছাত্র আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট দোসররা সরকারকে ব্যর্থ করতে চাইছে ত্রিপুরায় বাংলাদেশী পাসপোর্টসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

সকল