২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পদ্মশ্রী পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

-

ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পাচ্ছেন রবীন্দ্রসঙ্গীতের বরেণ্য শিল্পী বাংলাদেশের রেজওয়ানা চৌধুরী বন্যা। প্রতি বছরের মতো এবারো প্রজাতন্ত্র দিবসের আগে ২৫ জানুয়ারি ২০২৪ সালের পদ্ম সম্মাননা প্রাপকদের নাম ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বছর ১১০ জনকে পদ্মশ্রী সম্মাননা দেয়া হবে।
ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরতেœর পর অন্যতম সম্মান হলো পদ্ম পুরস্কার। এই পুরস্কার তিনটি বিভাগে দেয়া হয়- পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। ভারত সরকার ১৯৫৪ সালে পদ্ম পুরস্কার শুরু করেছিল। ১৯৫৫ সালে এর তিনটি ভাগ হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের এই পুরস্কার দেয়া হয়। এবারের তালিকায় পদ্মবিভূষণে পাঁচ, পদ্মভূষণে ১৭ ও পদ্মশ্রীতে ১১০ জন রয়েছেন।
রেজওয়ানা চৌধুরী বন্যা সঙ্গীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক স্বাধীনতা পুরস্কার পান। এ ছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’ ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন এ শিল্পী। এবারের পদ্মশ্রীপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- ভারতের প্রথম নারী মাহুত পার্বতী বডুয়া, ছত্তিশগড়ের জশপুরের আদিবাসী উন্নয়নকর্মী জগেশ্বর যাদব, আদিবাসী পরিবেশবিদ ও নারী উন্নয়নকর্মী চামি মুর্মু, দিব্যাঙ্গ সমাজকর্মী গুরবিন্দ্র সিংহ, কৃষক সত্যনারায়ণ বেলেরি, সমাজকর্মী সংথানকিমা, প্রাচীন ঔষধি চিকিৎসক হেমচাঁদ মাঞ্জি।
তালিকায় আছেন- কলকাতার কুমোরটুলির মৃৎশিল্পী সনাতন রুদ্র পাল, ছৌ নাচের মুখোশ তৈরিকারক নেপালচন্দ্র সূত্রধর, আদিবাসী পরিবেশকর্মী দুখু, দক্ষিণ আন্দামানের জৈবকৃষক কে চেল্লাম্মাল, অরুণাচল প্রদেশের ভেষজ ওষুধ বিশেষজ্ঞ ইয়ানুং জামো লেগো, মাইসুরুর আদিবাসী উন্নয়নকর্মী সোমান্না, আসামের আদিবাসী কৃষক সর্বেশ্বর বসুমাতারি, বিশিষ্ট শল্যচিকিৎসক প্রেমা ধনরাজ, ক্রীড়াবিদ উদয় বিশ্বনাথ দেশপান্ডে, মাইক্রোবায়োলজিস্ট ইয়াজদি মানেক্সা ইটালিয়া।
এ ছাড়া আছেন শিল্পী দম্পতি শান্তিদেবী পাসওয়ান, শিবান পাসওয়ান, পটশিল্পী অশোক কুমার বিশ্বাস, নৃত্যশিল্পী বালকৃষ্ণান সদানম পুথিয়া ভিটিল, ত্রিপুরার শাল তাঁতী স্মৃতিরেখা চাকমা, ওমপ্রকাশ শর্মা, কুন্নুরের লোকশিল্পী নারায়ণ ইপি, ওড়িশার লোকশিল্পী ভগবত প্রধান, বাঁশশিল্পী জর্ডন লেপচা, মনিপুরের মচিহান সাসা, তেলেঙ্গানার গড্ডাম সাম্মাইয়া, রাজস্থানের বহুরূপী শিল্পী জানকীলালও।

 


আরো সংবাদ



premium cement
‘অহিংস গণ-অভ্যুত্থান’র ১৮ জন কারাগারে ১২০০ জনকে আসামি করে মামলা আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ঢাবি ভিসি প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করতে চান মেয়র ডা: শাহাদাত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫ শহীদ পরিবারকে আর্থিক অনুদান সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের জানাজা ও দাফন সম্পন্ন টেকনাফে অপহৃত মৎস্য ব্যবসায়ী উদ্ধার : আটক ৩ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ যমুনার ওপর নবনির্মিত রেল সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু জাবিতে অবৈধভাবে ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শান্তিরক্ষা মিশনে অংশ নিতে নৌবাহিনীর ৭৫ সদস্যের চট্টগ্রাম ত্যাগ স্বৈরাচারের বিরুদ্ধে চিরকাল সোচ্চার ছিলেন মোহন মিয়া : বাংলাদেশ মুসলিম লীগ

সকল