২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইয়াসমিন লাবণ্যের ‘শুধু তোমারই ভাবনায়’

-

ইয়াসমিন লাবণ্য, এই প্রজন্মের একজন সঙ্গীতশিল্পী। গান গাওয়ার পাশাপাশি তিনি উপস্থাপনা ও নাচে অনবদ্য। কিছু কণ্ঠ থাকে, যে কণ্ঠের মাধুর্যতা, সুর ছড়াতে হয়তো একটু সময় লাগে। কিন্তু সে ধরনের কণ্ঠে একবার যারা গান শোনেন তারা নিয়মিতই তার গান শুনতে আগ্রহ প্রকাশ করে থাকেন। ইয়াসমিন লাবণ্যের কণ্ঠটা ঠিক তেমনি একটি কণ্ঠ। আমাদের গানের ভুবনের জন্য এ ধরনের কণ্ঠ ভীষণ প্রয়োজন। এ ধরনের কণ্ঠকে নিয়মিত কাজে লাগালে আমাদের সঙ্গীতাঙ্গন হয়তো আরো সমৃদ্ধ হবে। ইয়াসমিন লাবণ্যের কণ্ঠে যে খুব বেশি আধুনিক গান প্রকাশিত হয়েছে এমনটি নয়। কিন্তু এরই মধ্যে তার কণ্ঠে নতুন একটি আধুনিক গান প্রকাশিত হয়েছে। গানের শিরোনাম ‘শুধু তোমারই ভাবনায়’। গানটি লিখেছেন তমাল বোস। গানটির সুর সঙ্গীত করেছেন এ এফ সৈকত। গানের প্রথম কয়েকটি লাইন ঠিক এমন- ‘বৃষ্টি ঝরা শ্রাবণ রাতে বিজলী চমকায়, জানালার পাশে একাকী আমি শুধু তোমারই ভাবনায়’। গানটি ‘প্রিয় গান’ ইউটিউব চ্যানেলে গত ১৬ জানুয়ারি প্রকাশিত হয়েছে। খুব বেশি শ্রোতা দর্শক ভিউয়ার্স যে গানটি শুনেছেন, এমনটিও নয়। কিন্তু এই গান থেকে যাওয়ার মতো গান। গানের কথা, সুর শ্রোতাদের মন ছুঁয়ে যাওয়ারই মতো। বিশেষত গানে গিটারের কাজ মনকে আবেগি করে তোলার মতো। আর গানে ইয়াসমিন লাবণ্যের কণ্ঠ যেন গানটি শতভাগ পূর্ণতা এনে দিয়েছে। যেন এই গানটি লাবণ্যের জন্যই সৃষ্টি করা হয়েছে। ভীষণ আবেগ দিয়ে গেয়েছেন লাবণ্য। এ ধরনের গান এখন খুব কমই হয়ে থাকে। কিন্তু তার মধ্যেও লাবণ্যের মতো শিল্পীরা এ ধরনের গানের মধ্য দিয়েই শ্রোতা দর্শকের মধ্যে বেঁচে থাকতে চান।


আরো সংবাদ



premium cement