২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘বড় বোন’ হিসেবে মুগ্ধতা ছড়াচ্ছেন অলংকার

-

বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা, অনবদ্য অভিনেত্রী শাবনূর তার অভিনয় জীবনে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ সিনেমায় সেঁজুতি চরিত্রে অনবদ্য অভিনয় করে প্রথম এবং একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ২০০৫ সালের ১৩ মে মক্তিপ্রাপ্ত পরিবারকেন্দ্রিক এই সিনেমা মুক্তির সময় দর্শকের মধ্যে ভীষণ সাড়া ফেলেছিল। বিশেষত মহিলা দর্শকেরা সিনেমাইট দেখার জন্য দেশব্যাপী হলে হলে ভিড় করেছিলেন। বাবার অসুস্থতার কারণে পরিবারের দায়িত্ব নিয়েছিলেন সেঁজুতি অর্থাৎ শাবনূর। আবেগঘন এই গল্পতে এবং শাবনূরের অনবদ্য অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শক। প্রায় দুই দশক পর কাছাকাছি রকমের গল্প নিয়ে নির্মাতা হেলাল উদ্দিন ফারহান আশরাফ উল আলম ব্যাকুলের রচনায় নির্মাণ করেছেন ‘বড় বোন’ শিরোনামের একটি নাটক। বাবার (রিফাত চৌধুরী) অসুস্থতার কারণেই পরিবারের দায়িত্ব নেয় বড় বোন জ্যোৎস্না অর্থাৎ অলংকার চৌধুরী। যেহেতু গ্রামীণ জীবনের গল্প, তাই এতে গ্রামের কয়েকজন মানুষের জ্যোৎস্নাকে বিয়ে করার স্বপ্ন, বাবার অসুস্থতার কারণে পরিবারকে চালানোর কষ্ট এবং ভাই বোনকে ঘিরে জ্যোৎস্নার স্বপ্নসহ আরো নানান ঘটনার মধ্যদিয়ে এগিয়ে যায় অলংকার অভিনীত ‘বড় বোন’ নাটকটি। নাটকটির গল্প, নাটকটির নির্মাণশৈলী এবং এতে নাম ভূমিকায় অলংকারের অনবদ্য অভিনয়ে দর্শক মুগ্ধ হচ্ছেন। এই সময়ে এসে অলংকার এতটাই সচেতন হয়ে উঠেছেন যে ভালো গল্প ছাড়া তিনি অভিনয় করছেন না। এর আগেও অলংকার চৌধুরী নাম ভূমিকায় অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন ‘অনু’,‘ অনুর ডিভোর্স’,‘সুলতানা’ নামের নাটকগুলোতে। ‘বড় বোন’ নাটকে অলংকারের চরিত্রানুযায়ী একদম পরিমিত অভিনয় তাকে দর্শকের কাছে যেন আরো গ্রহণযোগ্য করে তুলছে। যে কারণে মাত্র একদিনেই নাটকটি ইউটিউবে প্রায় দশ লাখ দর্শক উপভোগ করেছেন।


আরো সংবাদ



premium cement

সকল