শুক্রবার আসছে আরজুর নতুন সিনেমা
- বিনোদন প্রতিবেদক
- ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০৫
এখনো বাংলাদেশের যে নায়ক শয়নে স্বপনে বাংলাদেশের সিনেমার সবচেয়ে ফ্যাশনেবল নায়ক, দুর্দান্ত অভিনেতা, মৃত্যুর ২৭ বছর পরও আগের চেয়েও জনপ্রিয় সেই প্রিয় নায়ক সালমান শাহের কথা ভেবে ভেবে সময় কাটান তিনি হচ্ছেন চিত্রনায়ক আরজু। সিনেমা জগতে যার অভিষেক হয়েছিল ২০০৭ সালে হাছিবুল ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’ সিনেমার মধ্য দিয়ে। যাতে তার বিপরীতে অভিনয় করেছিলেন আয়েশা সালমা মুক্তি। চার বছর আগে তার অভিনীত সিনেমা সর্বশেষ মুক্তি পায় ‘আমার প্রেম আমার প্রিয়া’। শামীমুল ইসলাম শামীম পরিচালিত এই সিনেমায় আরজুর বিপরীতে অভিনয় করেছিলেন পরীমণি। এরপর আর কোনো নতুন সিনেমা মুক্তি পায়নি আরজুর। চার বছর পর আরুজ অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে। সুকুমার চন্দ্র দাশের পরিচালনায় আগামীকাল ২৬ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘রুখে দাঁড়াও’ সিনেমাটি। এতে আরজু অভিনয় করেছেন সানী রাজ চরিত্রে। এর কাহিনী সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন দেবাশীষ সরকার। কায়েস আরজু বলেন, ‘চারটি বছর নতুন সিনেমা মুক্তি না পাওয়ায় একটু নয় অনেকখানিই আসলে মন খারাপ ছিল। মন খারাপ থাকাটাই স্বাভাবিক। কারণ সিনেমা মুক্তি না পেলে আলোচনার টেবিলেও থাকা যায় না। আর আলোচনার টেবিলে না থাকলে নতুন কাজও আসে না। যেহেতু আমার প্রিয় নায়ক সালমান শাহকে ভালোবেসে এই মাধ্যমে এসেছি আমি আর যেহেতু এটাই আমার নেশা পেশা। তাই নিয়মিত অভিনয়টাই করে যেতে চাই। রুখে দাঁড়াও সিনেমাটির গল্প আমাদের জীবনের গল্প, আমাদের সমাজ সংসারের নিত্যদিনের গল্প এই সিনেমাতে তুলে ধরা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা