ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
- বিনোদন প্রতিবেদক
- ২৩ জানুয়ারি ২০২৪, ০০:০৫
‘নারীরা এখন পুরুষের মতোই জনপ্রিয় হচ্ছে’
চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২তম আসর। শনিবার (২০ জানুয়ারি) এটি শুরু হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। ২১ জানুয়ারি থেকে উৎসবের বিভিন্ন বিভাগের কার্যক্রম চলছে পুরোদমে।
এই উৎসবের অন্যতম বিভাগ ‘উইমেন ইন সিনেমা’। রোববার সকাল ৯টায় সেটার উদ্বোধন হয়েছে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে। ‘ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স উইমেন ইন সিনেমা’ শীর্ষক এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উৎসবটির চেয়ারপারসন অধ্যাপক কিশওয়ার কামাল। রেইনবো ফিল্ম সোসাইটির প্রেসিডেন্ট আহমেদ মুজতবা জামালের সঞ্চালনায় এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সাদেকা হালিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ হালিম প্রমুখ। অনুষ্ঠানে শর্মিলা ঠাকুর বলেন, ‘সিনেমা, থিয়েটার সময়ের সাথে পরিবর্তিত হয়েছে। এখন ভারতসহ সারা বিশ্বেই ওটিটি প্ল্যাটফর্ম ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে। আমি খুবই আশাবাদী মানুষ। নারীরাও এগিয়েছে। এখন ভারতে পুরুষ অভিনয় শিল্পীর তুলনায় নারীরা আরো দক্ষতা নিয়ে কাজ করছেন। পুরুষের মতোই তারা জনপ্রিয় হচ্ছে।’
অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, ‘আমাদের চারপাশের বিভিন্ন দেশে নানাভাবে এখনো পিতৃতান্ত্রিক ব্যবস্থা বিরাজমান। সিনেমা হলো সেই মাধ্যম, যা আমাদের সামনে দেখায়, কোন সমাজে পিতৃতান্ত্রিক ব্যবস্থার গভীরতা কতটুকু।’
অধ্যাপক কিশওয়ার কামালের মন্তব্য ছিল এ রকম, ‘পৃথিবীতে সিনেমা একই ভাষার। একইভাবে মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করে এই মাধ্যম। আজ নারীদের চলচ্চিত্রের অংশগ্রহণ আমাদের মধ্যে সেই যোগাযোগ তৈরি করছে।’
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার ৭৪টি দেশের ২৫২টি সিনেমা অংশ নিচ্ছে। উৎসবটি চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা