চ্যানেল আইতে আজ ‘রাজাধিরাজ রাজ্জাক’
- বিনোদন প্রতিবেদক
- ২৩ জানুয়ারি ২০২৪, ০০:০৫
চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রাজ রাজ্জাকের জন্মবার্ষিকী আজ। চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতার জন্মদিন উপলক্ষে চ্যানেল আই-এ, এদিন বিকেল ৫টা ২৫ মিনিটে প্রচার হবে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিচালনায় নায়করাজ রাজ্জাককে নিয়ে নির্মিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রামাণ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’।
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি তারার নাম নায়করাজ রাজ্জাক। বাংলা চলচ্চিত্র যতদিন টিকে থাকবে, এই নামটিও কারো মুছে দেয়ার সাধ্যি নেই। তাঁর জীবন ও ক্যারিয়ারের নানা গল্প বুনুন করা হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যানারে নির্মিত ৯০ মিনিট ব্যাপ্তির জীবনীভিত্তিক তথ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’-এ।
রাজ্জাকের মৃত্যুর বছরখানেক আগে থেকেই শাইখ সিরাজ এই তথ্যচিত্রটি নির্মাণে হাত দেন। এ প্রামাণ্যচিত্রে রাজ্জাকের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। পাশাপাশি এক সময়ে তাঁর কলকাতায় বেড়ে ওঠা, সেখানের নিকটাত্মীয় ও বন্ধুবান্ধবের স্মৃতিচারণা, সিনেমার অংশ এবং রাজ্জাক অভিনীত সিনেমার গান এই তথ্যচিত্রে সংযোজন করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা