২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নতুন বাদ্যযন্ত্র আবিষ্কার করলেন নাসির উদ্দিন

নতুন বাদ্যযন্ত্র আবিষ্কার করলেন নাসির উদ্দিন -

ঝিনাইদহওে সন্তান নাসির উদ্দিন পেশায় একজন গিটারিস্ট। বাংলাদেশের বহু শিল্পীর সঙ্গে স্টেজ শোতে, বিটিভি ও বেতারে এবং এর বাইরে মৌলিক গান তৈরির ক্ষেত্রে গিটার বাজিয়ে গানকে সুরের মূর্ছনায় মুগ্ধ করেছেন নাসির। নাসির উদ্দিন ২০০৩ সালে ঢাকার মিউজিক কলেজ থেকে ‘ব্যাচেলর অব মিউজিক’ কোর্স সম্পন্ন করে একজন সঙ্গীতশিল্পী হতে চেয়েছিলেন। বিটিভির ও বেতারের তালিকাভুক্ত শিল্পী হওয়ার পরও গান গাওয়ার প্রতি তার আগ্রহ কমে যায়। ২০০৪ সালে তিনি বাংলাদেশ বেতারের যন্ত্রশিল্পী হিসেবে চাকরি শুরু করেন। মূলত তিনি একজন গিটারিস্ট হলেও আরো বেশ কিছু যন্ত্রও তিনি বাজাতে পারেন। একটি টিভি শোতে গিটার বাজাতে গিয়ে একটা ভাবনা থেকে গিটার, সরদ ও সেতারের সমন্বয় করে দীর্ঘ দিনের প্রচেষ্টায় নাসির একটি যন্ত্র আবিষ্কার করেন। যার নামকরণ তিনি করেছেন ‘সারগিট’। স্বর্গীয় সুবীরনন্দী, রফিকুল আলমসহ আরো বহু গুণী শিল্পী তার এই সারগিট’র প্রশংসা করেছেন। এখন পর্যন্ত সময়ের ধারাবাহিকতায় তিনি এই যন্ত্রেরই তিন-চারটি ভার্সন শেষ করে এখন একটি পরিপূর্ণ রূপদান প্রায় শেষ করেছেন। ‘সারগিট’ প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, ‘দীর্ঘ ৮ মাস আমি ঘরে বসে সারগিট আবিষ্কার করে বাজানোটা আয়ত্ত করলাম এবং বিভিন্ন অনুষ্ঠানে বাজাতে শুরু করি। সবাই আমাকে উৎসাহ দিতে লাগল। সরদ ও গিটার থেকে নামকরণ করা হয়েছে সারগিট নামক এই বাদ্যযন্ত্রটি। কারণ এতে গিটারের যে ৬টি তার সেটির কোনো পরিবর্তন করা হয়নি। এর সাথে সরদের তরফের তার ১২টি, জোয়ারির তার ৩টি এবং চিকারির তার ২টি ব্যবহার করা হয়েছে এবং এই তারগুলো সংযোজন করতে কিছু অংশ বিশেষ ব্যবহার করা হয়েছে, যা নতুন করে তৈরি করতে হয়েছে। আপাতত নিজের প্রয়োজনেই আমি সারগিট ব্যবহার করছি।’ নাসির তার ছেলে এবং মেয়ের নাম যুক্ত করে নিজেই একটি স্টুডিও করেছেন যার নাম ‘তানতাহা’।


আরো সংবাদ



premium cement
পুঁজিবাজারে আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা পূবালী ব্যাংক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি চুয়েটে ‘পাবলিক প্রকিউরমেন্ট এন্ড ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা বিসিকের ৩ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে শিল্প উপদেষ্টা সাউদার্ন ইউনিভার্সিটির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অগ্রণী ব্যাংকে ফাউন্ডেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ সৌদি মুয়াল্লিম ও হজ এজেন্সি মালিকদের সাথে সোশ্যাল ইসলামী ব্যাংকের মতবিনিময় সোনাদিয়ায় ইকো ট্যুরিজম পার্ক নির্মাণে ইজারা চুক্তি স্থগিত সাউথইস্ট ব্যাংক ও বেঙ্গল গ্লাস ওয়ার্কসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ব্র্যাক ইউনিভার্সিটিতে বিজনেস কেস কম্পিটিশন বিজ ভার্স-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত অবৈধ অনুপ্রবেশকারী উচ্ছেদে বিউবোর সাফল্য

সকল