২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রবীন্দ্রনাথের গল্পে নির্মিত নাটকে সুইটি

রবীন্দ্রনাথের গল্পে নির্মিত নাটকে সুইটি -

গেল ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন শেষ হলো। নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন তানভীন সুইটি। তার ভাষ্যমতে, দেশের মানুষের কথা ভেবে, দেশের উন্নতির কথা ভেবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্ত করতে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। কোনো কিছু পাবার জন্য নয়, বরং একজন নিবেদতি কর্মী হিসেবেই সুইটি দলের হয়ে কাজ করেছেন। যা তিনি অনেক আগে থেকেই করে আসছেন। এখন আবারো তিনি যথারীতি তার পেশা অর্থাৎ অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। নতুন বছরে সুইটি একটি নতুন ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন দীপ্ত টিভিতে প্রচারের জন্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ থেকে অনুপ্রাণিত হয়ে গোলাম মুক্তাদির নির্মাণ করছেন একটি দীর্ঘ ধারাবাহিক নাটক, নাম ‘দেনা পাওনা’। এই ধারাবাহিকের অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করছেন তানভীন সুইটি। তানভীন সুইটি বলেন, ‘গল্প পছন্দ না হলে সাধারণত আমি অভিনয় করি না। সেটি হোক সিনেমা কিংবা নাটক কিংবা ওটিটি প্লাটফর্মের কোনো কাজ। গল্পটা ভালো হওয়া পছন্দ হওয়া খুউব জরুরি। যেহেতু এটি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পতে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে এবং আমার কাছে ভীষণ ভালো লেগেছে গল্প এবং আমার অভিনীত সায়মা চরিত্রটি। যে কারণে কাজটি করছি। সানের নির্দেশনায় এবারই প্রথম আমি কাজ করছি। খ্বু চুপচাপ শান্ত একজন পরিচালক সান।


আরো সংবাদ



premium cement