২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সুপ্ত-প্রকৃতি শেষ করলেন তিন নাটকের কাজ

-

বাংলাদেশের নাট্যাঙ্গনে এই প্রজন্মেও অভিনয়শিল্পীদের মধ্যে এই সময়ের বিভিন্ন ধরনের গল্পের নাটকে অভিনয় করে আলোচনায় এসে জুটি হিসেবে আলোচনায় এসেছেন সুপ্ত-প্রকৃতি জুটি। সাম্প্রতিক সময়ে এই জুটির দর্শকপ্রিয় আলোচিত তিনটি নাটক হচ্ছে ‘বউ যখন মন্ত্রী’, ‘কোটি টাকার বউ’ ও ‘মির্জা বাড়ির জামাই’। তিনটি নাটকই পরিচালনা করেছেন সুজন ইসলাম জীবন। এদিকে এরই মধ্যে আশরাফ সুপ্ত ও মানসী প্রকৃতি আরো তিনটি নাটকের কাজ প্রায় শেষ করেছেন। একটি নাটকের কাজ তারা দু’জন এরই মধ্যে ঢাকায় শেষ করেছেন। নাটকের নাম ‘বাবা যখন বেকার’। এটি নির্মাণ করেছেন সুজন ইসলাম জীবন। গতকাল ও আজ আরো দু’টি নাটকের কাজ শেষ করবেন তারা দু’জন। এই দু’টি নাটকের শুটিং সম্পন্ন হয়েছে কুয়াকাটায়। নাটক দু’টি নির্মাণ করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। তিনটি নাটকই রচনা করেছেন পাপ্পুরাজ।

গতকাল প্রকৃতির সঙ্গে যে নাটকের কাজ শেষ হলো সে নাটকের নাম ‘রেশমি চুড়ি’। আজ যে নাটকটির কাজ কুয়াকাটায় শেষ হচ্ছে সে নাটকের নামটি চূড়ান্ত হয়নি। সুপ্ত দীর্ঘ ৯ বছর বসুন্ধরা গ্রুপে চাকরি করেছেন। কাজী শুভর একটি গানে তিনি প্রথম সৈকত নাসিরের পরিচালনায় চিত্রনায়িকা আইরিনের সাথে মিউজিক ভিডিওতে মডেল হন। গানের শিরোনাম ছিল ‘বউ এনে দে’। গানটি এখন পর্যন্ত তিন কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। তার অভিনীত প্রথম নাটক ছিল ঈগল টিম পরিচালিত ‘বেহায়া’। নিজের অভিনয় নিয়ে পরিকল্পনা ও নতুন তিন নাটকে কাজ করা প্রসঙ্গে সুপ্ত বলেন, ‘প্রকৃতি খুব ভালো অভিনয় করে। তার সাথে আমার অভিনয়ে বোঝাপড়াটা এককথায় চমৎকার। যে কারণে আমরা একের পর এক নাটকে কাজ করে যাচ্ছি। সাম্প্রতিক সময়ের তিনটি নাটক দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। আর এখন নতুন যে তিনটি নাটকের কাজ করেছি, এগুলো ভালো লাগবে। অভিনয়ে এখনো বলা যায় আমি নতুন, প্রতিনিয়ত শিখছি আমি।


আরো সংবাদ



premium cement