২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাড়ির সবাই আমাকে ‘কামচোরা’ বলতো - মোশাররফ করিম

বাড়ির সবাই আমাকে ‘কামচোরা’ বলতো - মোশাররফ করিম -

একবিংশ শতকে বাংলাদেশের সেরা অভিনেতা কে? এই প্রশ্নের জবাবে অধিকাংশের মনেই যে ক’টি নাম আসবে, তার প্রথমটি নিঃসন্দেহে মোশাররফ করিম। প্রায় সব ধরনের চরিত্রে মিশে যাওয়ার যে নিপুণ দক্ষতা তার, তা দর্শক-সমালোচক সবার কাছেই বিস্ময়কর। এই যে চরিত্র থেকে চরিত্রে এভাবে নিজেকে বদলে ফেলা; সেই জার্নি কতটা স্ট্রাগলের? কতখানি সংগ্রাম করতে হয় এর জন্য?

এরকম একটি প্রশ্ন করা হলো মোশাররফ করিমের কাছে। জবাবে তিনি যা বললেন, সেটা হয়ত অনেকে ভেবেও দেখেননি। ‘ক্যারাম’ তারকার ভাষ্য, ‘আসলে আমি স্ট্রাগল করি না। স্ট্রাগল শব্দটায় বিশ্বাসও করি না। আমার পরিবার কখনো আমাকে বাজারেও পাঠাতে পারেনি। কখনো কোনো আত্মীয়-স্বজনকে দাওয়াত দিতে যেতে হবে, তখন আমি পালিয়ে যেতাম। কারণ ওখানে যাওয়াটা আমার কাছে ফাও পরিশ্রম মনে হতো। আমি করতাম না এসব। এ জন্য বাড়ির সবাই আমাকে ‘কামচোরা’ বলতো। বাকি সবাই করে, আমি করি না।’
এবার এলো অভিনয়ের পরিশ্রম কিংবা স্ট্রাগলের পর্ব। এটা নিয়ে তিনি বলেন, ‘আমি থিয়েটার করার জন্য, অভিনয়ের জন্য প্রচুর পরিশ্রম করেছি; এই পরিশ্রম করার লোকই আমি না এবং আমি করতেও পারতাম না। আমি আসলে ওই পরিশ্রমটাকে ভালোবেসেছি এবং অভিনয়টাকে ভালোবাসি। আমি যদি অভিনয়কে ভালোবাসি, আর এর জন্য প্রতি দিন ১০ মাইল হেঁটে রিহার্সালে যেতে হয় এবং সেই পরিশ্রমে যদি আনন্দ লাগে, তা হলে এটাকে স্ট্রাগল কেন বলবো?’

হঠাৎ এই সংগ্রাম নিয়ে আলোচনার মূলে নতুন একটি সিনেমা। নাম ‘হুব্বা’। এটি নির্মিত হয়েছে কলকাতায়, পরিচালনায় ব্রাত্য বসু। আলোচিত ছবিটি মুক্তি পাচ্ছে বাংলাদেশেও। সেই সুবাদেই রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন মোশাররফ করিম।

‘হুব্বা’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। এই চরিত্রে নিজেকে মানিয়ে নেয়ার প্রসঙ্গে তার ব্যাখ্যা, ‘এই চরিত্রে ঢোকার ক্ষেত্রেও স্ট্রাগল ছিল না। যুদ্ধ করে তো চরিত্রকে জয় করা যায় না। এটাকে স্ট্রাগল না বলে ভালোবাসাই বলবো। ধীরে ধীরে, সময় নিয়ে ভালোবাসি।’

পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’। ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন এই ব্যক্তি। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধে তার দাপট ছিল। অসংখ্য মামলার এই আসামি একপর্যায়ে নির্বাচনেও দাঁড়ান! বৈচিত্র্যে ভরা সেই চরিত্রেই মোশাররফ করিম কাজ করলেন।
এই ছবিতে পুলিশের ভূমিকায় আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এ ছাড়া আছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশন্স। এটি আগামী ১৯ জানুয়ারি দুই বাংলায় একসাথে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


আরো সংবাদ



premium cement