২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গ্রামগঞ্জে গান শেখান কৃষ্ণচন্দ্র সিংহ

গ্রামগঞ্জে গান শেখান কৃষ্ণচন্দ্র সিংহ -

টাঙ্গাইলের ঘাটাইলের ধলাপাড়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের নিবেদিত একজন শিক্ষক কৃষ্ণচন্দ্র সিংহ। গানের পরিবারের মানুষ তিনি। যে কারণে ছোটবেলা থেকেই গানের সাথে তার সম্পৃক্ততা। বয়স যখন এক, সেই বয়স থেকেই গানের সাথে তার সখ্য শুরু। তবে বড় হয়ে একজন গায়ক হিসেবে নিজের পরিচিতি না গড়ে তুলতে পারলেও এলাকা এবং এলাকার আশপাশে তিনি একজন গানের ওস্তাদ হিসেবে নিজেকে বেশ ভালোভাবেই প্রতিষ্ঠিত করতে পেরেছেন কৃষ্ণচন্দ্র সিংহ। ২০০৪ সাল থেকে তিনি শিক্ষকতা পেশার সাথে যুক্ত। একজন গানের ওস্তাদ হিসেবে তিনি দীর্ঘ পনেরো বছর যাবত শাস্ত্রীয় সঙ্গীত এবং এর পাশাপাশি রবীন্দ্র-নজরুল গানে শিক্ষা দিয়ে আসছেন তিনি। টাঙ্গাইলের ঘাটাইল ও মধুপুর এলাকার প্রায় ত্রিশজন গানে আগ্রহী শিক্ষার্থীদের তিনি বর্তমানে গান শেখাচ্ছেন। তার ভাষ্যমতে কিছু দিন আগে মধুপুর শহীদ স্মৃতি থেকে উচ্চমাধ্যমিক পাস করা ছাত্রী চৈতী (ক্যাথি)’ই তার হাতে গড়া এখন পর্যন্ত সবচেয়ে ভালো সঙ্গীতশিল্পী।


আরো সংবাদ



premium cement