অভিনয়ে নিয়মিত হবেন চম্পা, তবে...
- বিনোদন প্রতিবেদক
- ১৫ জানুয়ারি ২০২৪, ০০:০৫
বেশ কিছু দিন হলো অভিনয়ে নিয়মিত নেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা চম্পা। এ মুহূর্তে তিনি পরিবার নিয়েই ব্যস্ত আছেন। ক’দিন পরই তার ভাই আসবেন আমেরিকা থেকে। তাকে নিয়ে ব্যস্ত থাকতে হবে; যে কারণে আপাতত কোনো কাজই হাতে নিচ্ছেন না চম্পা। তবে ভাই চলে যাওয়ার পর তিনিও কিছু দিনের জন্য আমেরিকা যাবেন বলে জানালেন। সেখান থেকে ফিরে এসে তিনি অভিনয়ে নিয়মিত হওয়ার চেষ্টা করবেন বলে জানালেন তিনি। চম্পা বলেন, ‘নিয়মিতই অভিনয়ের প্রস্তাব আসে। বেশ ভালো ভালো গল্পের কাজ করার প্রস্তাব আসে। কিন্তু সব মিলিয়ে করা হয়ে ওঠে না। অবশ্যই আমি যে চরিত্রে অভিনয় করব তার প্রতি আগ্রহ জন্মাতে হবে। তো আপাতত আমি অভিনয় নিয়ে ভাবছি না। যে কারণে এখন কেউ কেউ যোগাযোগ করলেও না করে দিতে হচ্ছে। কারণ আমার ভাই আসবেন ক’দিন পর আমেরিকা থেকে। তাকে নিয়েই ব্যস্ত থাকতে হবে আমাদের সবাইকে। এর কিছু দিন পর আমি নিজেও ক’দিনের জন্য আমেরিকা যাবো। ফিরে এসে ইচ্ছে আছে কিছু ভালো কাজ করার। অবশ্যই যেখানে আমি আমার নিজেকে পরিপূর্ণভাবে খুঁজে পাবো সেই কাজই করব। শুধু কাজই নয়, একজন শিল্পীকে সেট-এ ঠিকঠাক সম্মান যেন দেয়া হয় সেই দিকটাও বিবেচনায় থাকবে। এখন আর টুকটাক কাজ করতে চাই না। মূলত গল্প ও চরিত্র ভালো লাগলেই অভিনয়ে আবার নিয়মিত হবো, ইনশা আল্লাহ।’ ‘তিন কন্যা’ মরহুম বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শিবলী সাদিক পরিচালিত সুচন্দা প্রযোজিত ছবি, যে ছবিতে মূলত প্রথমবারের মতো চলচ্চিত্রের তিন নায়িকা বোন সুচন্দা, ববিতা ও চম্পা একসাথে অভিনয় করেন এবং এ ছবিতে অভিনয়ের মধ্য দিয়েই চলচ্চিত্রে চম্পার অভিষেক ঘটে।
সময়টা ১৯৮৬। একটি মাত্র ছবিতেই চম্পার অভিনয়ের ইচ্ছে থাকলেও এরপর নিজের ইচ্ছের বিরুদ্ধেই তিনি একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন সর্বাধিক পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পদ্মা নদীর মাঝি, অন্য জীবন, উত্তরের খেপ, শাস্তি এবং চন্দ্রগ্রহণে অভিনয় করে চম্পা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও এমন আরও অনেক ছবিতে তিনি অভিনয় করেছেন যা তাকে দর্শকের মাঝে যুগ যুগ বাঁচিয়ে রাখবে। বিশেষ বিশেষ ছবির নাম মনে করতে গিয়ে চম্পা বলেন ভেজাচোখ, সহযাত্রী, নীতিবান, সরল রেখা, কাশেম মালার প্রেম, অবুঝ হৃদয়, বাসনা, অন্ধ প্রেম, প্রেম দিওয়ানা, বানেছা পরী, যোগাযোগ, ত্যাগ, গর্জন ছবির কথা। এই সব ছবিতে অভিনয় করে নায়িকা হিসেবে চম্পা ছিলেন ব্যাপক আলোচনায়। চম্পা বলেন, ‘ বিশেষ করে আমি সেই সময়ের ‘ভোজাচোখ’ ছবিটি আর গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’ ছবিটির কথা বলবো। ভেজাচোখ ছবির প্রিয়া আমার প্রিয়া আজই চিঠি দিয়েছে কিংবা জীবনের গল্প আছে বাকি অল্প এই সব গান তুমুল শ্রোতাপ্রিয়তা পায়। আর পদ্মা নদীর মাঝিতে মালা চরিত্রে অভিনয় করে আমি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা