‘ধূসর’ নিয়ে আজ মঞ্চে উঠবেন ফেরদৌসী মজুমদার
- বিনোদন প্রতিবেদক
- ১৩ জানুয়ারি ২০২৪, ০৩:১৯
বাংলাদেশের মঞ্চ নাটকের আলোকিত জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। টিভি নাটকে ও সিনেমাতেও তিনি অনবদ্য। টিভি নাটকে ও সিনেমায় তাকে এখন নিয়মিত অভিনয়ে না দেখা গেলেও গল্প ভালো লাগলে এখনো তিনি নাটক-সিনেমায় অভিনয় করেন। তবে তাকে এখনো বেশি টানে মঞ্চ। সময় সুযোগ মিলে গেলেই তিনি মঞ্চনাটকে অভিনয় করেন। গত নভেম্বরে একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি। আর নতুন বছরে আজ প্রথমবার মঞ্চে উঠছেন তিনি। ‘আগন্তুক নাট্য প্রযোজনা-৩’-এর ‘একগুচ্ছ গল্প’র ‘ধূসর’ নাটকে আজ অভিনয় করবেন তিনি। একই সময়ে আরো যে পাঁচটি নাটক মঞ্চস্থ হবে সেগুলো হচ্ছে- ‘পরিচয়’, ‘স্বজাতি’, ‘লুকোচুরি’, ‘সময়’ ও ‘নির্ভয়’। নাটকগুলো রচনা করেছেন তাহনিনা ইসলাম ও নির্দেশনা দিচ্ছেন ত্রপা মজুমদার, আজাদ আবুল কালাম ও পান্থ শাহরিয়ার। আজ ১৩ জানুয়ারি শনিবার বিকেল সাড়ে ৫টায় ও সন্ধ্যা সাড়ে ৭টায় দু’টি পর্বে ‘একগুচ্ছ গল্প’ মঞ্চস্থ হবে রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেরদৌসী মজুমদারের মেয়ে অভিনেত্রী, নির্দেশক ত্রপা মজুমদার। ফেরদৌসী মজুমদার বলেন, ‘মঞ্চের প্রতি আমার অন্যরকম ভালোলাগা, এটি কিন্তু সবসময়ই আমি বলে এসেছি। মঞ্চই আমার সত্যিকারের ভালোবাসা। মঞ্চ কখনোই ছাড়িনি। মঞ্চের সাথে কখনো আপস করিনি। অনেক কাজ ছেড়েছি মঞ্চের জন্য। সবার আগে মঞ্চকে প্রাধান্য দিয়েছি। এখনো তাই। এটি আমার কমিটমেন্ট- মঞ্চ সবার আগে। আর কিছু করি, না করি মঞ্চে কাজ করবই। একগুচ্ছ গল্পের ধূসরে অভিনয় করছি। এ জন্য গত ১০ ও ১১ জানুয়ারি আমি সময় মতো রিহার্সেলেও অংশ নিয়েছি। ভালোলাগে মঞ্চে দাঁড়াতে, অভিনয় করতে। অন্যরকম অনুপ্রেরণা পাই দর্শক এখনো আমার অভিনয় দেখতে হলে আসেন। দর্শকের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা রইল। সেই সাথে একগুচ্ছ গল্পের সাথে সম্পৃক্ত সবার প্রতি দোয়া, ভালোবাসা।’ একগুচ্ছ গল্পের জন্য টিকিট পাওয়া যাবে শোর দিন অর্থাৎ আজ বিকেল থেকে ভেন্যুতে টিকিটের মূল্য ৫০০, ৩০০ ও ২০০ টাকা। এর আগে গত নভেম্বরে ত্রপা মজুমদারেরই নির্দেশনায় ফেরদৌসী মজুমদার থিয়েটারের নতুন নাটকে ‘লাভ লেটারস’ অভিনয় করেন। ফেরদৌসী মজুমদার সবশেষ বিপ্লব সরকারের ‘আগন্তুক’ সিনেমায় অভিনয় করেছেন। এটি গত অক্টোবরে কোরিয়ার বুসানে এশিয়ার মর্যাদাপূর্ণ বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে প্রদর্শিত হয়। চলচ্চিত্রটি ২০১৯-২০ সালে বাংলাদেশ সরকারের অনুদান লাভ করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা